কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: 'বর্তমানে প্রধান লক্ষ্য ভিনরাজ্যে তৃণমূলের সংগঠনকে মজবুত করা'। তৃণমূলে (TMC) উত্তরাধিকার ইস্যুতে প্রথমবার মুখ খুলে জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (General Secretary of the All India Trinamool Congress) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের সর্বোচ্চ নেত্রী', মন্তব্য অভিষেকের। 


তৃণমূলের উত্তরাধিকার প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক


মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক? তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী ঠিক হয়ে গেছে? 


সম্প্রতি কুণাল ঘোষ, অপরূপা পোদ্দারের মতো তৃণমূল নেতা-নেত্রীদের ট্যুইটে জোরাল হয়েছে সেই জল্পনা। আবার কার্যত উল্টোসুর শোনা গেছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ নেতার গলায়। 


এই প্রেক্ষাপটে বুধবার প্রথম এই ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 


কী বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?


তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে এদিন তিনি বলেন, 'এখন আমার একমাত্র লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে আরও ১০টা রাজ্যে প্রতিষ্ঠা করা।'


তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির দিন থেকেই এনিয়ে আলোচনা শুরু হয়। সেদিন ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট  করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, 'তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক।'


এর ২৪ ঘণ্টার মধ্যে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার একধাপ এগিয়ে ট্যুইট করে বলেন, 'আমি চাই, আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীশ ধনকড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।'


পরপর ট্যুইটে যখন এনিয়ে জল্পনা যখন জোরালো হচ্ছে, তখনই আবার কার্যত উল্টো সুর শোনা যায় পার্থ চট্টোপাধ্যায় থেকে সৌগত রায়ের মতো প্রবীণ নেতাদের গলায়।
 
তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'কে মুখ্যমন্ত্রী হবেন এই মুহূর্তে ভাবতেই পারছিনা। কারণ, মমতাই আমাদের মুখ্যমন্ত্রী। অভিষেক তো বলেছে, কুড়ি বছর সরকার নিয়ে ভাববে না। তারপরও কেন লোকে বলে জানি না। মমতা যেভাবে চালাচ্ছেন, দীর্ঘদিনের ইতিহাস তৈরি করবেন। মমতার পর কে নেতা হবেন, তা মমতা যতক্ষণ আছেন, বলতে পারছি না।'


তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ছিলেন থাকবেন। অভিষেক যুব নেতা, জনপ্রিয় নেতা।'


লোকসভা ভোটের দু’বছর আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার নিয়ে চর্চা শুরু হতেই, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে শুরু করে বিরোধীরাও। এই আবহে বুধবার অসমে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 'তাঁর লক্ষ্য, ভিনরাজ্যে দলের সংগঠনকে মজবুত করা।'


আরও পড়ুন: Tathagata attacks Sougata : "তৃণমূলের বদমাইশরা যদি বিজেপি কর্মীদের এরকম করে ?" দিলীপকে কটাক্ষ তথাগতর


দলের উত্তরাধিকার প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি প্রথম দিনই বলেছি, দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, আমি সেই কাজ করছি। মমতা  বন্দ্যোপাধ্য়ায় আমাদের সর্বোচ্চ নেত্রী। এবং তাঁর নেতৃত্বে বাংলা যেন দেশকে পথ দেখায়। এই মুহূর্তে আমার লক্ষ্য তৃণমূলকে আরও ১০টি রাজ্যে প্রতিষ্ঠা করা সাধারণ সম্পাদক হিসেবে।'


বুধবার অসমে গুয়াহাটিতে তৃণমূলের নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।