বিটন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, কলকাতা : চলতি বছরের ডিসেম্বরেই বাংলায় সরকার পড়তে পারে। ২০২৪-এ ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করবে বিজেপি সরকার। ফের বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।দিবাস্বপ্ন দেখছে, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।


তৃণমূল সরকারের পতনের দিনক্ষণও কি কার্যত ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী?
এতদিন হুঁশিয়ারি দিয়ে এসেছেন, ২০২৪-এ লোকসভার সঙ্গেই বাংলায় বিধানসভা নির্বাচন হবে।  এবার বাংলায় তৃণমূল সরকারের পতনের দিনক্ষণও কি কার্যত ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী? বললেন,' আমি বলছি, ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না। ' 


'এই সরকার কার্যত থাকবে না'
এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীা দলনেতা দাবি করেন, ' আমি বলছি, ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না। আমি বলছি ...দেখতে থাকুন... আর ২৪-এ একসঙ্গে ভোট হবে। তখন সরকারিভাবে ৯ অগাস্ট পালন হবে। ' 


' দিবাস্বপ্ন দেখছেন'
যদিও এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল। তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, ' উনি ২৪-এ পরিবর্তনের কথা বলছেন, সেটা মানুষ বলে দেবে। উনি দিবাস্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ওনাকে দেখতে দিন।' 


মহারাষ্ট্রে বিরোধী জোটের সরকার ফেললেও, বিহারে ধাক্কা খেয়েছে মোদি-অমিত শাহর দল। মঙ্গলবার, বিজেপির সঙ্গ ছেড়েছেন নীতীশ কুমার। তবে এরইমধ্যে বারবার বিহারের পড়শি ঝাড়খণ্ডে কংগ্রেসের জোট সরকার ফেলার ভবিষ্যদ্বাণী করে চলেছেন শুভেন্দু অধিকারী। কখনও আবার রাজস্থানের কংগ্রেস সরকারের পতনের সম্ভাবনা নিয়েও ইঙ্গিত করছেন! আর সেইসঙ্গে বাংলাতেও তৃণমূল সরকার ভাঙা নিয়ে লাগাতার হুঁশিয়ারি তাঁর গলায়। তিনি বলেন, অত কিছু জানি না। শুধু জানি, ঝাড়খণ্ডে পাল্টাবে। তারপর পশ্চিমবঙ্গও যাবে। 


এর আগেও বিহারের রাজনৈতিক টানাপোড়েন নিয়ে বলতে গিয়ে, ফের বোমা ফাটান শুভেন্দু অধিকারী। পুরনো সুর বজায় রেখে, সোমবার তিনি ফের দাবি করেন, এরপর ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ।  তিনি বলেন, ' সবে মহারাষ্ট্র দিয়ে শুরু হয়েছে। এ বারে ঝাড়খণ্ড, রাজস্থান হবে। এই রাজ্যেও ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ২০২৪ সালেই এই সরকারকে বিসর্জন দেব আমরা ' । সরকার ভাঙা-গড়ার সমীকরণ কি অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও দেখা যেতে পারে? এই জল্পনা ক্রমেই জোরাল হচ্ছে।