সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের সৃষ্টি হল উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur)। কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে (TMC Gram panchayat Pradhan) তাড়াও করেন তাঁরা।


আরও পড়ুন: Balurghat News: ভুল চিকিৎসায় বিজেপি নেত্রীর মৃত্যুর অভিযোগ, তুমুল বিক্ষোভ বালুরঘাট হাসপাতালে


স্থানীয় সূত্রে জানা গেছে, আবাস যোজনায় ঘরের টাকা দেওয়ার জন্য কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম তালিকায় নাম ওঠা পরিবারগুলির কাছ থেকে কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ। এই বিষয়টিকে কেন্দ্র করে কিছুদিন ধরেই উপভোক্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। মঙ্গলবার সেই ক্ষোভের বিস্ফোরণ হয়। আবাস যোজনার জন্য নেওয়া কাটমানির টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ইসলামপুরের কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তৃণমূল কংগ্রেসের প্রধান নুরি বেগমকে লাঠি নিয়ে তাড়াও করেন। খবর পেয়ে পুলিশ এসে নিজেদের জিপে করে প্রধান নুরি বেগমকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গাড়ি ঘিরে ধরেও বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। এর জেরে আরও উত্তেজনা ছড়ায়। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মাথা নত করতে বাধ্য হন কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম।


আরও পড়ুন: Jalpaiguri News: মাল পুরসভায় প্রায় ১২০ কোটির 'দুর্নীতি', চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল


উপভোক্তাদের প্রবল বিক্ষোভের জেরে যাঁদের থেকে আবাস যোজনার জন্য কাটমানি নিয়েছিলেন তাঁদের মধ্যে থেকে মঙ্গলবার ২০৪ জনকে ১০ হাজার ৫০০ টাকা করে ফেরত দেন তৃণমূল কংগ্রেসের প্রধান নুরি বেগম। এরপর আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।  


প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অনেকবার কাটমানি নেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের বকাবকি করলেও পরিস্থিতির যে বদল হয়নি এই ঘটনা তারই প্রমাণ বলে অভিযোগ বিরোধীদের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Durga Puja 2024: 'মুখ্যমন্ত্রীর কাছে যেন চেক ফেরত যায়', অনুদান-প্রত্যাখ্যান করে চিঠিতে উল্লেখ পুরুলিয়ার পুজো কমিটির; প্রয়োজনে RTI