কলকাতা: দেশজুড়ে লাগু জিএসটি। নতুন হারে জিএসটি কার্যকর হলেও দাম কমেনি নিত্যপ্রয়োজনীয় জিনিসের। বাজারে নতুন জিএসটির হার নিয়ে ধোঁয়াশা। নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে পুরনো জিএসটির হারেই। জিএসটি ইস্যুতেই আজ কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে। '
'পাকিস্তানের সঙ্গে ভারত, ক্রিকেট ম্যাচ খেলবে কেন ? '
অভিষেক বলেন, বিজেপি কৃষি আইনের কথা বলেছিল, সাড়ে আটশো গরীব কৃষক আত্মহত্যা করেছে, কোনও অ্যাকাউন্টিবিলিটি নেই। অ্যাকাউন্টিবিলিটি যদি না থাকে, ...এত বড়বড় কথা , অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে অভিষেকের প্রশ্ন, তাহলে আজকে পাকিস্তানের সঙ্গে ভারত, ক্রিকেট ম্যাচ খেলবে কেন ? কীসের জন্য ?! আপনি (নাম উল্লেখ না করে) POK..পাক অধিকৃত কাশ্মীর, সেটাকে আগে তো দেশের দখলে আনতে হবে। আমাদের পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট থাকলেও , আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সভানেত্রী তিনি বলে দিয়েছেন, এই বিষয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, আমরা তা সমর্থন করব।এই যে ডবল স্ট্যান্ডার্ড, হিপোক্রেসি, এগুলি তো প্রমাণিত। যে আপনার অ্যাকাউন্টিবিলিটি কোথায় ? এই যে আপনি নোটবন্দি করে লোককে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। লাইনে দাঁড়িয়ে নোট পাল্টাতে গিয়ে, মারা গিয়েছে। স্ট্রোকে, হিটে। এই মৃত্যুর দায় কার ? '
'আপনি বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছেন, আর বাংলাকে কতটা টাকা দিয়েছেন ?'
অভিষেক অভিযোগ তুলে বলেন, বিজেপি ক্ষমতা ভোগ করছে, অ্যাকাউন্টিবিলিটি ছাড়া। এটা ডেডলি কম্বিনেশন। ..মানুষকে জবাবদিহি করতে হবে। তা না করলে, সেই সরকার কাজ করবে কেন ? আমাদের সরকার কী কাজ করেছে, আমি এখানে ডায়মন্ডহারবারের ৫ বছরের এমপি, পুঙ্খানুপুঙ্খ হিসেব, আমি প্রতিবছর দিই। কেন্দ্রীয় সরকার দেবে না কেন ? আপনি বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছেন, আর বাংলাকে কতটা টাকা দিয়েছেন ? খালি এইটুকু হিসেব বার করুন। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি। ..প্রধানমন্ত্রী এসে বলেছিলেন, আমরা আবাসে টাকা দিয়েছি, ১০০ দিনের টাকা দিয়েছি, আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পেরেছে ? অ্যাকাউন্টিবিলিটি নেই। ...হাইকোর্ট অর্ডার দিয়েছে, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে, সুপ্রিম কোর্টে কে গিয়েছে ? আমি যাইনি, কেন্দ্রীয় সরকার গিয়েছে। তারমানে মানুষকে টাকা দেওয়া উদ্দেশ্য আপনার নেই।'