অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত হালদার, কলকাতা : কয়েকমাস পরই ২০২৬-এর বিধানসভা ভোট। কোন দল কত আসন পেতে পারে, তা নিয়ে দাবি-পাল্টা দাবিতে এখনই উত্তপ্ত রাজ্য় রাজনীতি। এই আবহে তৃণমূলের আসন বাড়ানো এবং বিজেপির আসন পঞ্চাশে নামানোর চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে সুর চড়িয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি-ও।

Continues below advertisement

পশ্চিমবঙ্গে SIR শুরু হয়ে গেছে। তা নিয়ে চড়ছে বাগযুদ্ধের পারদ। যেখানে বারবার ঘুরেফিরে আসছে বিধানসভা ভোটের প্রসঙ্গে। এই প্রেক্ষাপটে রাজ্য়ে SIR শুরুর দিনে, ফের ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের আসন ২০২১-এর তুলনায় বাড়ানো এবং বিজেপিকে ৫০-এর নীচে নামানোর চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনাদের ক্ষমতা থাকলে, আপনারা SIR করার পরেও, তৃণমূলে কংগ্রেসের যা ভোটের আসন ছিল ২০২১ সালে, একটা হলেও বাড়াব, কমার জায়গায় নেই, আর বিজেপিকে ৫০-এ নামাব, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। বাংলা যেভাবে বিজেপিকে শিক্ষা দিয়েছে ২০২১-এ, ২০২৪-এ, ২৬-এও ব্যতিক্রম হবে না। যে ক'টা আবর্জনা বেঁচে রয়েছে, আপনারা দেখবেন সব কটাই বঙ্গোপসাগরে বিসর্জন দেবে বাংলার মানুষ।"

 এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "ওসব বলে লাভ নেই। গণতন্ত্রে মানুষই শেষ কথা। ছোট-বড় যেসব কথা বলছেন, এগুলো আতঙ্কের বুলি। এগুলো হেরে যাওয়ার আর্তনাদ। এসব আর্তনাদ ওঁরা করছেন, করতে দিন। আরও বাড়বে। এখন কী শুনছেন, কিছুদিন পরে আরও বাড়বে।"  

Continues below advertisement

২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল ২১৫টি আসনে। আর ২০০ পার করার টার্গেট ফেল করলেও, বিজেপির আসন সংখ্যা ৩ থেকে বেড়ে হয় ৭৭। এবার বিধানসভা ভোটের আগে, SIR-ইস্য়ুকে হাতিয়ার করে কোমর বাঁধছে বিজেপি। অন্য়দিকে, সেই SIR নিয়েই বিজেপিকে খোলা চ্য়ালেঞ্জ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "যদি আপনারা  SIR করেও গোহারা হারেন, তাহলে বিজেপির নেতারা বাংলার সংবাদমাধ্যমকে ডেকে, সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে, বাংলার ১০ কোটি মানুষের সামনে বলুন, আমরা যদি ২০২৬ সালে হারি, আর তৃণমূলের আসন সংখ্যা ১টা হলেও বাড়ে, আমরা এক সপ্তাহের মধ্যে ২ লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব। নাহলে আপনারা যা বলবেন আমি তাই করব, আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতাদের কাছে, গ্রহণ করুন, খেলা আপনারা শুরু করলেন, শেষ আমরা করব।" পাল্টা বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, "আমরা ভোটকে কোনও দিন খেলা বলি না। এটা আমাদের দেশের প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার। এটা কোনও খেলা না। তৃণমূলের ভয় মাননীয়ার মুখে দেখা যাচ্ছে। তৃণমূলের ভয় ওদের নেতাদের মুখেও দেখা যাচ্ছে। হয়ত অভিষেকবাবু...উনি জানেন...এই নির্বাচন তো ওঁকে এফেক্ট করবে না। উনি তো সাংসদ। জিতে এসেছেন। কীভাবে ৭ লক্ষ ভোটে জিতেছেন ? কেউ জানে না ?" কে কত আসন পাবে? কার চ্য়ালেঞ্জ বাস্তবের সঙ্গে মিলবে? সেটা বোঝা যাবে কয়েকমাস পরই।