Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' কর্মসূচিতে কী ঘোষণা তৃণমূলের ? '১০ লক্ষ মানুষের..' ! শুরু মেগা ক্যাম্প

Abhishek Banerjee Sevashray Scheme: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' কর্মসূচি নিয়ে কী বার্তা ?

Continues below advertisement

কলকাতা:  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' কর্মসূচিতে নতুন মাইলস্টোন ঘোষণা করল তৃণমূল। শাসকশিবির সূত্রে খবর, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের স্বাস্থ্য কর্মসূচি ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে।

Continues below advertisement

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই শেষ হয়েছে 'সেবাশ্রয়' কর্মসূচি। রবিবার থেকে শুরু হয়েছে মেগা ক্যাম্প। আরও ৪দিন চলবে এই মেগা ক্যাম্প। তৃণমূল সূত্রে খবর, রবিবার প্রায় ৩৫ হাজার সাধারণ মানুষ 'সেবাশ্রয়'-এর পরিষেবা পেতে নাম নথিভুক্ত করেছেন। প্রসঙ্গত, ‘পোস্টে’ অভিষেকের 'প্রত্য়াবর্তন' !কোনও পোস্টে লেখা, অভিষেককে মানুন। ED, CBI-এর ভয়ে গদ্দার , শুভেন্দুর সঙ্গে লুকায়িত সম্পর্ক ছাড়ুন...! কোথাও আবার লেখা হয়েছে,আগামীকে মানতে হল। কেউ লিখেছেন, আগামীকে মানতে হবে অধিনায়ক অভিষেক ব্য়ানার্জি জিন্দাবাদ। শনিবার ভুতূড়ে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে, কার্যত ছাব্বিশের লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা।আর এরপর থেকেই সোশাল মিডিয়াজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। 

কেউ লিখছেন, আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে আগামী তৈরি!এন্ট্রিটা কেমন হল নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি পোস্ট করে লিখেছেন, পোলা তো নয় আগুনের গোলা। কেউ লিখেছেন, ওদের বলে দিও, ফ্যাম আগেই বলেছিল 'আগামীকে মানতে হবে'জয়তু অধিনায়ক। বহিষ্কৃত তৃণমূল নেতা ও ওয়েবকুপার প্রাক্তন সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল লিখেছেন, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস আইটি সেল প্রধান বলেন  দেবাংশু ভট্টাচার্য বলেন, তৃণমূলের নবীণ প্রজন্মের মুখে যখন একথা, তখন প্রবীনরা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কৃতিত্ব স্বীকার করেও বলছেন, শেষকথা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই। তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন,'মানা আর অমানার ব্যাপার নয়। সবাইকে নিয়ে আমরা চলছি। সবাই একসাথে রয়েছি। কারণ সবার মাথার উপরে মমতাদি আছে। অভিষেকের সেনা মানেই তো তৃণমূলের সেনা। কারণ মমতাদির এবং অভিষেক তারা তো তৃণমূলই। 

আরও পড়ুন, "...ঠ্যাং ভেঙে দেব", নতুন হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীকে

তৃণমূল সূত্রে খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে 'আমাদের সবার নেতা' বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সী।তৃণমূল নেতা  ঋজু দত্ত বলেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আমাদের দলের সেনাপতি। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের মিটিং মিছিল জনসভা করার দরকার নেই এটা বোঝানোর জন্য যে সংগঠনের দায়িত্ব তাঁর কাঁধে আছে। তিনি পিছন থেকে পুরোটাই দেখছিলেন। যখন ২৭ ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভূতুড়ে ভোটারের যে লিস্ট প্রকাশ করেছিল আপনাদের কী মনে হয় তার পিছনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বা আই প্যাকের অবদান নেই? বিরাট অবদান আছে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola