Anubrata Mondal News Live : অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছল ED, মেডিক্যাল টেস্টের পর আজই আদালতে পেশ

Anubrata Mondal arrested by ED : ফিট সার্টিফিকেট পেলে আজই নিয়ে যাওয়া হবে দিল্লি।

ABP Ananda Last Updated: 08 Mar 2023 12:19 AM
nubrata Mondal News Live : ১৪ দিনের জন্য কেষ্টকে হেফাজতে নিতে আবেদন ইডি-র

রাতেই অনুব্রত মণ্ডলের ভার্চুয়াল শুনানি, রাম মনোহর লোহিয়া হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর ভার্চুয়াল শুনানি। ১৪ দিনের জন্য কেষ্টকে হেফাজতে নিতে আবেদন ইডি-র

Anubrata Mondal News Live: আজই আদালতে পেশ অনুব্রতকে

অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছল ED, মেডিক্যাল টেস্টের পর আজই আদালতে পেশ।

nubrata Mondal News Live : দিল্লি পৌঁছলেন অনুব্রত মন্ডল

দিল্লি পৌঁছলেন অনুব্রত মন্ডল

Anubrata Mondal News Live: রাজধানীতে গুড়-বাতাসা বিলি অনুপমের

 দোলেই দিল্লিযাত্রা গরুপাচারকাণ্ডে ধৃত কেষ্টর । কেষ্টর দিল্লি-যাত্রা উপলক্ষে রাজধানীতে গুড়-বাতাসা বিলি অনুপমের।

Anubrata Mondal News Live : অনুব্রত-কে নিয়ে দিল্লি পাড়ি দিল বিমান

যাবতীয় জল্পনা শেষ। দীর্ঘ টানাপোড়েন শেষে, অনুব্রত মন্ডলকে (Anubrata Mandal) নিয়ে দিল্লির (Delhi) উদ্দেশ্যে রওনা দিল বিমান (Flight)। বিমানের শেষ প্রান্তের আসনে অনুব্রত। জানা গিয়েছে, ইউকে ভিস্তারা সেভেন থ্রি এইটের ৪৫ নম্বর আসনে বসে রয়েছেন তিনি। অনুব্রত-র দু'পাশে বসে রয়েছেন ইডি আধিকারিকরা।মোট ৩ জন ইডি আধিকারিক যাচ্ছেন অনুব্রতর সঙ্গে। ১ জন মেডিক্যাল অফিসার যাচ্ছেন বিমানে। সন্ধে ৬.৫৬ মিনিটে টেক অফ করল অনুব্রতর বিমান । 

Anubrata Mondal News Live: দিল্লিগামী বিমানে অনুব্রত

দিল্লিগামী বিমানের সিটে অনুব্রত মন্ডল।

Anubrata Mondal News Live : অনুব্রতকে নিয়ে কটাক্ষ দিলীপের

অনুব্রত-কে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে যাওয়া নিয়েই কটাক্ষ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । এবিপি-কে জানালেন নিজের প্রতিক্রিয়া। বললেন, 'দিল্লিতে লস্যি খাবেন' অনুব্রত। 

Anubrata Mondal News Live: অনুব্রত-কে নিয়ে টুইটে তোপ দিলীপের

এদিন টুইটে দিলীপ ঘোষ বলেন, 'বীরভূমের ডাকাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বীর'কে টানতে টানতে সিবিআই-ইডি নিয়ে গেল, গুণ্ডা ভাইদের সাহস হল না আটকানোর।' 

Anubrata Mondal News Live : অনুব্রতকে নিয়ে বিমানবন্দরে ইডি

কোনও কৌশলই খাটল না , দোলেই দিল্লি যাত্রা অনুব্রত-র। অনুব্রত মন্ডলকে নিয়ে বিমানবন্দরের লাউঞ্জে ইডি। সন্ধের বিমানে  অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে।

Anubrata Mondal News Live: দোলেই দিল্লিযাত্রা গরুপাচারকাণ্ডে ধৃত কেষ্টর

 দোলেই দিল্লিযাত্রা গরুপাচারকাণ্ডে ধৃত কেষ্টর। জোকা ইএসআই হাসপাতালের ফিট সার্টিফিকেট, ইডির জিম্মায় 'বীরভূমের বাঘ'। জোকা ইএসআই হাসপাতালে 'বীরভূমের বীর'কে গরুপাচার স্লোগান।

Anubrata Mondal News Live : আজ হাসপাতালেই মধ্যাহ্নভোজ খেলেন অনুব্রত

সূত্রের খবর, আজ হাসপাতালেই মধ্যাহ্নভোজ খেলেন অনুব্রত 

Anubrata Mondal News Live : দিল্লিতে পৌঁছে ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নিতে চায় ইডি। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে রাত হয়ে যাবে, তাই আজই আদালতে পেশ করা হবে না। দিল্লিতে পৌঁছে ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। নিয়ে যাওয়া হবে সফদরজং অথবা রাম মনোহর লোহিয়া হাসপাতালে। 

Anubrata Mondal News Live : 'দিল্লিতে আজ অনুব্রতকে আদালতে পেশ নয়', খবর সূত্রের

'দিল্লিতে আজ অনুব্রতকে আদালতে পেশ নয়'। 'অনুব্রতকে দিল্লিতে নিয়ে যেতে রাত হয়ে যাবে' । 'আজ দিল্লিতে নিয়ে গিয়ে ফের স্বাস্থ্যপরীক্ষা করা হবে অনুব্রতর' । 'রাতে ইডি-র দফতরেই রাখা হবে বীরভূম তৃণমূলের সভাপতিকে' । কাল আদালতে পেশ করা হবে কেষ্টকে, খবর সূত্রের । 

Anubrata Mondal News Update : পুলিশি নিরাপত্তার মধ্যেই নিয়ম ভাঙার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে

আসানসোল জেল থেকে কলকাতায় যাওয়ার পথে, পুলিশি নিরাপত্তার মধ্যেই নিয়ম ভাঙার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বর্ধমানের শক্তিগড়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা কৃপাময় ঘোষ ও অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের গাড়িচালক তুফান মিদ্যা ও আরও এক ব্যক্তির সঙ্গে এক টেবিলে বসে প্রাতরাশ সারলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। প্রায় আধঘণ্টা ৩ জনের সঙ্গে কথা বলেন অনুব্রত।

Anubrata Mondal News Live : অনুব্রত-সাক্ষাতে বীরভূমের টিএমসিপি নেতা কৃপাময় ঘোষ

অনুব্রত-সাক্ষাতে বীরভূমের টিএমসিপি নেতা কৃপাময় ঘোষ, মেয়ে সুকন্যার গাড়িচালক তুফান মিদ্দার সঙ্গেও কথা বললেন অনুব্রত। অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ হেফাজতে থাকা কেষ্টর সঙ্গে কীভাবে কথা, উঠছে প্রশ্ন

Anubrata Mondal News Live : অনুব্রতর সঙ্গে শক্তিগড়ে প্রাতরাশ সারলেন বীরভূমের টিএমসিপি নেতা

শক্তিগড়ে অনুব্রতর ব্রেকফাস্ট টেবিলের রহস্যভেদ, অনুব্রতর সঙ্গে ৩ ব্যক্তির প্রায় আধঘণ্টা কথা
অনুব্রতর সঙ্গে শক্তিগড়ে প্রাতরাশ সারলেন বীরভূমের টিএমসিপি নেতা

Anubrata Mondal News Update : শক্তিগড়ে অনুব্রতর ব্রেকফাস্ট টেবিলে কারা?

শক্তিগড়ে অনুব্রতর ব্রেকফাস্ট টেবিলে কারা? ৩ অজ্ঞাত পরিচয়ের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা কেষ্টর। হেফাজতে থাকাকালীন কাদের সঙ্গে কথা বললেন বীরভূম তৃণমূলের সভাপতি? ঘনাচ্ছে রহস্য।

Anubrata Mondal : সকাল ১১.০৮: জোকা ইএসআইতে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসা হল অনুব্রতকে

সকাল ৬.৪০: আসানসোল জেল থেকে বেরোলেন অনুব্রত
সকাল ৯.১০: শক্তিগড়ে জলখাবার খেলেন কেষ্ট
সকাল ১০.৪০: কলকাতায় পৌঁছল অনুব্রতকে নিয়ে পুলিশের কনভয়
সকাল ১১.০৮: জোকা ইএসআইতে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসা হল অনুব্রতকে
ফিট সার্টিফিকেট পেলে আজই কেষ্টকে দিল্লি নিয়ে যাবে ইডি
আদালতের নির্দেশে অনুব্রতকে বিমানে দিল্লি নিয়ে যাবে ইডি
দিল্লিতে আরও একবার হবে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা: সূত্র

প্রেক্ষাপট

গরুপাচার মামলায় ( Cow Smuggling Case ) গতবছরের ১১ অগাস্ট, রাখিবন্ধনের দিন গ্রেফতার হন অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal ) । ৭ মাস পর, আজ দোলের ( Dol Utsav )  দিন দিল্লি যাত্রার সম্ভাবনা বীরভূমের তৃণমূল ( TMC ) জেলা সভাপতির।


সকাল ৬টা ৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রত মণ্ডলকে। জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। এরপর অনুব্রতকে নিয়ে কনভয় রওনা দেয় কলকাতার দিকে।


জেল থেকে অনুব্রতকে এসকর্ট করে কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশের। কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে আজই ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার। 


অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে শুরু হয় তোড়জোড়। কেন্দ্রীয় বাহিনী নিয়ে জোকার ESI হাসপাতালের উদ্দেশে রওনা দেন ইডি-র ৪ অফিসার। দলে দিল্লির ইডি আধিকারিকও। কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে অনুব্রতকে ইডি-র হাতে তুলে দেওয়া হবে। 


গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নিতে চায় ইডি। সূত্রের খবর, রাত ৮টা নাগাদ অনুব্রতকে পেশ করার জন্য রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারকের কাছে সময় চাওয়া হয়েছে। বিচারকের বাড়িতেই অনুব্রতকে হাজির করা হবে। ইডি সূত্রে খবর, সময়ের অভাবে আজ পেশ করা সম্ভব না হলে, রাতে ইডি-র সদর দফতরে রাখা হবে অনুব্রতকে। এর পাশাপাশি, দিল্লিতে নিয়ে যাওয়ার পর ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। নিয়ে যাওয়া হবে সফদরজং অথবা রাম মনোহর লোহিয়া হাসপাতালে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.