বর্ধমান: দোলের দিনই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সেই মতো আসানসোল জেল থেকে বার করা হল সকালেই। পথে শক্তিগড়ে দাঁড়ায় পুলিশের কনভয়। সেখানে জলখাবার খান বীরভূমের তৃণমূল সভাপতি (TMC)। অনুব্রতর সঙ্গে পুলিশকর্মীরাও জলখাবার সারেন সেখানে। তবে জেল থেকে বেরনো থেকে জলখাবার খেতে ঢোকা, সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি অনুব্রত। বরং খাবার সময় সংবাদমাধ্যমকে দেখে বিরক্তিই প্রকাশ পায় তাঁর চোখেমুখে (Cattle Smuggling Case)।


শক্তিগড়ে রাস্তার ধারের দোকানে ঢুকে জলখাবার খেলেন অনুব্রত


মঙ্গলবার সকালে আসানসোল জেল থেকে বার করা হয় অনুব্রতকে। কড়া নিরাপত্তায় তাঁকে নিয়ে এগিয়ে চলে পুলিশের কনভয়। পথে শক্তিগড়ে কনভয় থামলে, রাস্তার ধারের একটি দোকানে অনুব্রতকে জলখাবার খাওয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে লুচি-তরকারি অর্ডার দেওয়া হয়। বিনা বাক্যব্যয়ে খাবার খান অনুব্রত। তার পর পুলিশি ঘেরাটোপে ফের গাড়িতে গিয়ে ওঠেন।  


আরও পড়ুন: Anubrata Mondal: ফটক খুলল জেলের, দোলের দিনই দিল্লিযাত্রা অনুব্রতর, কড়া নিরাপত্তার বন্দোবস্ত


সোমবারই দিল্লি যাত্রার জট কেটে গিয়েছিল। সেই মতো, মঙ্গলবার সকাল ৬টা বেজে ৪০- মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বার করা হয় অনুব্রতকে। জেল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। অনুব্রতকে নিয়ে ছয়টি গাড়ির কনভয় রওনা দিয়েছে কলকাতার দিকে। তাঁকে নিয়ে যাওয়া হবে জোকায় ইএসআই হাসপাতালে।  সেখানে ফিটনেস সার্টিফিকেট মিললে, দিল্লির উদ্দেশে রওনা দেবেন অনুব্রত।


অনুব্রতকে এসকর্ট করছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ


জেল থেকে অনুব্রতকে এসকর্ট করছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হবে অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে ইডি-র হাতে অনুব্রতকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার। দিল্লি নিয়ে যাওয়ার পর আবার মেডিক্যাল পরীক্ষা করা হবে অনুব্রতর। 


অনুব্রতকে নিয়ে সাতটি গাড়ির কনভয় রওনা দিয়েছে কলকাতার দিকে। তাঁকে নিয়ে যাওয়া হবে জোকায় ইএসআই হাসপাতালে।  জেল থেকে অনুব্রতকে এসকর্ট করছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হবে অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার।