কলকাতা : রাইসিনার রেসে দ্রৌপদী মুর্মুর ( Draupadi Murmu ) সঙ্গে লড়াই যশবন্ত সিন্হার। প্রাক্তন বিজেপি নেতার সঙ্গে বিজেপি (BJP) প্রার্থীর লড়াই। গতকাল যশবন্ত সিনহাকে ( Yashwant Sinha ) সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা।NDA-র তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ওড়িশার প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মুকে। তাঁকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। 


এ নিয়ে ট্যুইটে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি ট্যুইটে লেখেন, রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পরই তাঁকে  Z+ নিরাপত্তা দেওয়া হয়েছে। ভাল। কিন্তু যশবন্ত সিন্হার ক্ষেত্রে কী হবে? তিনিও বিরোধীদের প্রার্থী। তাঁর ক্ষেত্রে কেন আইন আলাদা হবে?






রাষ্ট্রপতি পদে ১৮ বিরোধী দলের প্রার্থী হয়েছেন যশবন্ত সিন্হা। বিরোধীরা তাঁকে প্রার্থী ঘোষণা করার পর ট্যুইটে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি ট্যুইটে লেখেন, যশবন্ত সিন্হার মতো এমন শোচনীয় অবস্থা দেখিনি। বিজেপির মন্ত্রী ছিলেন। তারপর মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর তৃণমূলে যোগ দিলেন। রাজ্যসভার টিকিট পেলেন না। এখন পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের চতুর্থ পছন্দের প্রার্থী হিসেবে লড়ছেন।