বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো। ৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার জন্য সময় চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিল তৃণমূলের সংসদীয় দল। তবে রাজধানীতে ধর্না-অবস্থান কর্মসূচির জন্য এখনও দিল্লি পুলিশের অনুমতি মেলেনি বলে তৃণমূল সূত্রের খবর। এই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।


কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পের বকেয়া টাকা আদায়, এই দুটি ইস্যুকে সামনে রেখেই, লোকসভা ভোটের আগে লড়াই দিল্লি অবধি নিয়ে যেতে চাইছে তৃণমূল (TMC) ! আর সেই লক্ষ্যেই দিল্লি যাচ্ছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চেয়ে শনিবার তৃণমূলের সংসদীয় দলের পক্ষ থেকে পাঠানো হয়েছে একটি চিঠি।


চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে লেখা, ৩ অক্টোবর, সাক্ষাতের জন্য আপনার সুবিধা মতো সময় চাওয়া হচ্ছে তৃণমূলের তরফে। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন তৃণমূলের সব সাংসদ, বিধায়ক এবং ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা।

পাশাপাশি ২ অক্টোবর গান্ধী জয়ন্তী এবং তেসরা অক্টোবর, দিল্লির যন্তর মন্তর, কৃষি ভবন এবং লোদি স্টেটে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির সামনে ধর্নার অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে একাধিক চিঠি দিয়েছে বাংলার শাসকদল। যদিও তৃণমূল সূত্রের দাবি, অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের তরফে এখনও পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়নি। শুক্রবার ফের নয়াদিল্লির দরিয়াগঞ্জ থানার পুলিশকে চিঠি দিয়ে রামলীলা ময়দান ব্যবহারের জন্য অনুমতি চেয়েছেন। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। চিঠিতে লেখা, বাংলা থেকে ৫০ হাজার ১০০ দিনের কাজের শ্রমিক দিল্লির বিভিন্ন জায়গায় ধর্না দিতে আসবেন। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত - এই ৫ দিনের জন্য দিল্লির রামলীলা ময়দানে তাঁদের থাকার ব্যবস্থা করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় অনুমতি চাইছি।-                                         


আরও পড়ুন- হাতাহাতি, লাঠিচার্জ, হকারদের সঙ্গে আরপিএফের সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া স্টেশন


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial