কলকাতা: টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে পাশাপাশি দেখা দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। রবিবার অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। বিনোদন জগৎ থেকে এবার রাজনীতির মঞ্চে অবতীর্ণ হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে তাঁকে প্রার্থী করল তৃণমূল। রবিবার ব্রিগেডের মঞ্চে প্রার্থী হিসেবে তাঁকে নিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। (TMC Lok Sabha Candidature)


অতি সম্প্রতি একটি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানে হাজির হন তৃণমূলনেত্রী মমতা। ঘটনাচক্রে ওই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন রচনা। সেখানে দু'জনের সমীকরণ দেখে তখন থেকেই জল্পনা শুরু হয়। রচনাকে মমতাকে প্রার্থী করতে চান বলে তৃণমূলের অন্দর থেকেই খবর উঠে আসে। রবিবার সেই খবরে সিলমোহর পড়ল। দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রচনার নাম ঘোষণা করেন প্রার্থী হিসেবে। (Rachna Banerjee)


বাংলা ছবির অতি পরিচিত মুখ রচনা। পাশাপাশি হিন্দি, ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন। তবে বেশ কয়েক বছর ধরেই বড়পর্দার বাইরে তিনি। তাই বলে জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। বরং টেলিভিশনে সঞ্চালনার মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁঁছে যান তিনি। বাংলার ঘরে ঘরে বর্তমানে তিনি পরিচিত 'দিদি নং ১' হিসেবেই। রাজনীতিতে সকলের যাঁকে 'দিদি' হিসেবে অভিহিত করেন, সেই মমতার হাত ধরে এবার রাজনীতিতে অবতীর্ণ হলেন রচনা।


আরও পড়ুন: TMC Lok Sabha Candidature: যাদবপুরে সেই তারকা প্রার্থীই, তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ


তবে যে হুগলিতে রচনাকে প্রার্থী করেছে তৃণমূল, সেখান থেকে আবারও BJP-র প্রার্থী হয়েছেন, রচনার একসময়ের সতীর্থ লকেট চট্টোপাধ্যায়। বর্তমানেও হুগলির বিদায়ী সাংসদ লকেট। সেখানেই এবার রাজনীতির ময়দানে মুখোমুখি লড়াইয়ে দুই নায়িকাকে দেখা যাবে। লকেট রাজনীতিতে ইতিমধ্যেই অভিজ্ঞ হয়ে উঠেছেন। এই প্রথম লড়াইয়ে নামছেন রচনা। তাঁর হয়ে প্রচারের কৌশল তৈরি করছে তৃণমূল।


লোকসভা নির্বাচনের দিন ক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে মোটামুটি সবদলই প্রস্তুতি, প্রচার শুরু করে দিয়েছে। সেই আবহেই রবিবার প্রার্থিতালিকা ঘোষণা করল তৃণমূল। ব্রিগেডে 'জনগর্জন' সভা থেকে দলের প্রার্থিতালিকা ঘোষণা করা হয়। মমতা নন, অভিষেক প্রার্থীদের নাম ঘোষণা করেন। সকলকে সঙ্গে নিয়ে হাঁটেন মমতা। একসঙ্গে ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। জাতীয় স্তরে I.N.D.I.A জোটের শরিক হলেও, বাংলায় কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন মমতা।