বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির নির্বাচনে (Kolaghat Thermal Power Station Cooperative Election) হার হল তৃণমূলের (TMC Loses In Election)। দীর্ঘ আট বছর পর সমবায় পরিচালন সমিতির ক্ষমতা গেল সিটুর হাতে। খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির। 


কী ঘটল?
আট বছর বাদে এবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের  সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়জয়কার সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর। সোমবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচন হয়। মোট আসন সংখ্যা ছিল ১৫। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC প্রার্থী দিয়েছিল ১৫ টিতে, সিপিআইএম-এর শ্রমিক সংগঠন CITU ও প্রার্থী ১৫ টিতেই প্রার্থী দেয়। আর বিজেপির শ্রমিক সংগঠন BMS  প্রার্থী দিয়েছিল ১৩ টি আসনে। শেষমেশ এই সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল সিপিআই শ্রমিক সংগঠন সিট। ১৫টি আসনের মধ্যে ১০ টি আসন পেয়ে জয়লাভ করে তারা। তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC ৫ টি আসন পায়।বিজেপির শ্রমিক সংগঠন BMS খাতাই খুলতে পারেনি।


জয়ের মেজাজ...
জয়ের পর আবির খেলার আনন্দে মেতে ওঠেন সিটুর কর্মী সমর্থকরা। জানায়, ডিএএবং নিয়োগ ইস্যুকে সামনে রেখেই আজকের এই জয়। তাদের আরও ব্যাখ্যা, শিল্প ডিএ ও নিয়োগ, এই তিনটি বিষয় নিয়ে তাঁরা সারা বছর প্রচার চালিয়ে যান। আর সেটিই এবার তাঁদের জয়ের মূল কারণ। অন্য দিকে কী কারণে এই হার তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের শাসকদলের কর্মী সমর্থকরা। দিনপাঁচেক আগে উলুবেড়িয়া আদালতের বার অ্যাসোসিয়েশন দখল করেছিল বাম ও বিজেপি জোট। ১৮ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়ী হয়েছিলেন তাঁদের প্রার্থীরা। সাগরদিঘির ফলাফলের পর গত শনিবার বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা যায়, উলুবেড়িয়া বার কাউন্সিল বিরোধীরা ছিনিয়ে নিল শাসক শিবিরের কাছ থেকে। প্রসঙ্গত বাম ও বিজেপি একসঙ্গে জোট করেছিল বার বাঁচাও কমিটি নামে। এর আগে এই বোর্ড শাসক পক্ষের ছিল। জয়ী প্রার্থীরা আগামীদিনে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করবেন বলে জানান। প্রসঙ্গত গত বোর্ডে বিরোধীদের ছিল ২ টি আসন। এইবারে বিরোধীপক্ষ পায় ১১টি এবং শাসক পক্ষের সমর্থিত প্যানেল পায় ৭ টি আসন। প্রসঙ্গত, হালেই সাগরদিঘি উপনির্বাচনে ২২ হাজার ৯৮০ ভোটে জয়ী হয়েছিলেন কংগ্রেসের বায়রন বিশ্বাস । তৃণমূলকে হারিয়ে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী । ২০২১-র ভোটের পরে বিধানসভায় যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি । ২২ হাজারের বেশি ভোটে কংগ্রেসের কাছে সাগরদিঘিতে হার তৃণমূল প্রার্থীর।


আরও পড়ুন:রাজ্যে স্কুলে নিয়োগে ৩৫০ কোটির দুর্নীতি? শান্তনুকে কোর্টে পেশ করে বিস্ফোরক দাবি ইডির