কলকাতা : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM) এম কে স্টালিনের (MK Stalin) সঙ্গে ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বিরোধী জোট নিয়ে গতকাল দুপুরে বার্তার পরই সন্ধে নাগাদ বাংলার মুখ্যমন্ত্রী ফোন করেন বলেই জানা গিয়েছে। 'বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে আলোচনা প্রয়োজন, অবিজেপি শাসিত রাজ্যগুলির একত্রিত হয়ে আলোচনা প্রয়োজন,' সে বিষয়ে কী পদক্ষেপ করা যায় তা নিয়েই আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায় ও এম কে স্টালিনের মধ্যে কথা হয় বলে সূত্রের খবর। অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালের ভূমিকা এবং এ নিয়ে আগামীতে রণকৌশল ঠিক করতে বৈঠকে জোর স্টালিনের। প্রসঙ্গত, বিরোধী ঐক্য (Opposition Unity) টর্নেডোর মতো আত্মপ্রকাশ করবে, গতকাল বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।                                                               

  


মাঝে আর কয়েক মাস, তারপরই লোকসভা নির্বাচন (Loksabha Election)  দেশে। চব্বিশের নির্বাচনের বছর খানেক আগে থেকেই শুরু হয়ে গেল বিরোধী শক্তিদের একত্রিত হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে । গত মাসের শেষে কলকাতায় এসে পরেই কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে গিয়েছিলেন জেডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (HD Kumar Swami)। যে সাক্ষাতের কিছুদিন আগেই কালীঘাটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সমাজবাদী পার্টি নেতার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার পর দিন কয়েকের সফরে ওড়িশা গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি দেখা করেছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে। পুরীতে যে সাক্ষাতের পর অবশ্য বৈঠকে অবিজেপি-অকংগ্রেস জোট নিয়ে কোনও আলোচনা হল কি না জানতে চাইলে অবশ্য কেউ সেভাবে মুখ খুলতে চাননি। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Navin Pattanayak) বলেছিলেন,' ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো যাতে সর্বদা শক্তিশালী থাকে, এই ব্যাপারে আমরা একমত। তবে আমাদের মধ্যে সুন্দর, সৌজন্যমূলক আলোচনা হয়েছে। কোনও বিষয়ে গুরুগম্ভীর আলোচনা হয়নি।'                             


আরও পড়ুন- সুরাত আদালতে ফের ধাক্কা রাহুলের, মোদি-পদবি বিতর্কে সাজার নির্দেশে বজায় সাজা