নয়াদিল্লি: দেশজুড়ে প্রায় ১০ হাজার কিলোমিটার অপটিক ফাইবার কেবলের (Optic Fibre Cable) পরিকাঠামো তৈরি করতে চলেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (National Highways Authority Of India)। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, এমনই বলা হয়েছে সরকারি বিবৃতিতে। এই পরিকল্পনায় আওতায় পরীক্ষামূলক প্রাথমিক রুট হিসেবে ১ হাজার ৩৬৭ কিলোমিটারব্যাপী দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে এবং ৫১২ কিলোমিটার হায়দরাবাদ-বেঙ্গালুরু করিডর তৈরির কথা। 



পরিকল্পনা সম্পর্কে...
দেশের প্রত্যন্ত অঞ্চলেও যাতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্য়েই এই  অপটিক ফাইবার কেবল পরিকাঠামোর বাস্তবায়ন করতে চাইছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এর ফলে অত্যাধুনিক ৫জি এবং ৬জি পরিষেবার ব্যবস্থা করা সম্ভব হবে। সে জন্য কাজও শুরু হয়ে গিয়েছে। হালেই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের যে ২৪৬ কিলোমিটারব্যাপী দিল্লি-দৌসা-লালসট সেকশন উদ্বোধন করা হয়, তার ৩ মিটার অংশ শুধুই অপটিক ফাইবার কেবল করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ফলে ওই এলাকায় ৫জি পরিষেবা চালু করা সম্ভব হবে। সরকারি বিবৃতিতে আরও দাবি, জাতীয় সড়কগুলিতে অপটিক ফাইবার কেবল বসানোর কাজ শেষ করতে আরও অন্তত বছরখানেক সময় লাগবে। 


অপটিক ফাইবার কেবল কী?
টেলিকম বা ইন্টারনেট পরিষেবার জন্য 'ফাইবার অন ডিমান্ড' হিসেবে কাজ করবে এই অপটিক ফাইবার কেবল বা OFC। নির্ধারিত আর্থিক অঙ্কের পরিবর্তে এই নেটওয়ার্ক 'লিজ' দেওয়া হবে। এমন ভাবেই তা 'লিজ' দেওয়া হবে যাতে সকলে এই পরিষেবা ব্যবহার করতে পারেন। OFC-র বণ্টন কী ভাবে হবে, তা টেলিকমিউনিকেশন দফতর এবং TRAI-র সঙ্গে আলোচনা করে ঠিক করার চূড়ান্ত করা হচ্ছে। সরকারি বিবৃতিতে  আশা প্রকাশ করা হয়েছে, এই 'ডিজিটাল হাইওয়ে' তৈরি হলে শুধু দেশের উন্নতির চাকায় গতি আসবে না, ডিজিটাল রূপান্তরণেও জোয়ার আসবে।  প্রসঙ্গত, গত বছর অক্টোবরের শুরুতে অর্থাৎ পয়লা অক্টোবর ভারতে ৫জি  পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ভারতে ৫জি পরিষেবা চালু করেছে এয়ারটেল এবং জিও কর্তৃপক্ষ। গত ২ বছরে লঞ্চ হওয়া বেশিরভাগ প্রিমিয়াম স্মার্টফোনেই রয়েছে ৫জি সাপোর্ট। অর্থাৎ এইসব ফোনে ৫জি সার্ভিস চালু করা যাবে। স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজ, অ্যাপেল আইফোন ১৩ সিরিজ, আইফোন ১৪ সিরিজ, আসুস ROG ফোন ৫, আসুস ROG ফোন ৬, রিয়েলমি জিটি এডিশন, ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ১০ সিরিজ- এইসব স্মার্টফোনগুলিতে রয়েছে ৫জি সাপোর্ট। পুরনো ফোন থাকলে সেখানেও ৫জি পরিষেবা পাওয়া সুযোগ থাকতে পারে।


 আরও পড়ুন:১৫ দিনের ডেডলাইন, বলপ্রয়োগের হুঁশিয়ারি! অমর্ত্য সেনকে ফের নোটিস বিশ্বভারতীর