West Bengal News Live: রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠাদিবস, কালই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
ABP Ananda Last Updated: 27 Aug 2025 11:12 PM
প্রেক্ষাপট
স্কুলের চাকরি-বিক্রির জন্য কার কাছ থেকে, কত টাকা নিয়েছেন জীবনকৃষ্ণ সাহা? কোন অ্যাকাউন্টে কত টাকা? কোর্টে ৫০ লক্ষ নগদের হিসেব পেশ ইডির।কাল ধৃত তৃণমূল বিধায়কের পিসি মায়া সাহাকে তলব ইডির।...More
স্কুলের চাকরি-বিক্রির জন্য কার কাছ থেকে, কত টাকা নিয়েছেন জীবনকৃষ্ণ সাহা? কোন অ্যাকাউন্টে কত টাকা? কোর্টে ৫০ লক্ষ নগদের হিসেব পেশ ইডির।কাল ধৃত তৃণমূল বিধায়কের পিসি মায়া সাহাকে তলব ইডির। ভাইপোর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কিছু জানেন না, আগেই দাবি সাঁইথিয়ার কাউন্সিলর। পিসি-ভাইপো যোগে সরব জীবনকৃষ্ণর বাবা।মালদা, পলাশিপাড়ার পর বাঁকুড়া। বেলিয়াতোড়ের কলেজে পরিচালন সমিতির বৈঠকে দুই অধ্যাপককে শাসানোর অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি। অস্বীকার শাসক নেতার।রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠাদিবস। কালই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা। শাসক দলের ছাত্র সংগঠনের যাবতীয় চাপ সত্ত্বেও পরীক্ষার সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয়। শহরে ভিড় সমর্থকদের।সমাবর্তন আয়োজনে ব্যর্থতা। দুর্নীতি ও কর্তব্যে গাফিলতির অভিযোগ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের।হিসাব দিলে তবেই অনুদান। গতবছর যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাদের অনুদান নয়। নির্দেশ হাইকোর্টের। শিলিগুড়ির ৩টি পুজো কমিটি সার্টিফিকেট দেয়নি, জানাল রাজ্য।বসিরহাটে 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে ব্রাত্য বিরোধীরা! কংগ্রেস নেতাকে ক্যাম্প থেকে বের করে দেওয়ার অভিযোগ। অস্বীকার শাসক দলের।১০০ দিনের কাজের দাবি। জলপাইগুড়িতে বিডিও অফিস অভিযান মজুর ইউনিয়ন ও সিপিএমের গণ সংগঠনের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। প্রসূতি মৃত্যু নিয়ে উদ্বেগ। গাইডলাইন জারি স্বাস্থ্য দফতরের। স্যালাইন ব্যবহারে অতি সতর্ক থাকতে হবে। মানতে হবে প্রোটোকল। মেদিনীপুর মেডিক্যালকাণ্ডের জের, মত চিকিৎসকদের।আমেরিকার ৫০ শতাংশ শুল্কের চাপ ভারতের উপর। আমেরিকায় রফতানি করা জিনিসের দাম বাড়বে আরও। ৪ হাজার ৮০০ কোটি ডলারের বাণিজ্যে প্রভাব। ১০ লক্ষ চাকরি সঙ্কটেশঙ্কিত বাণিজ্যমহল। রক্তাক্ত শেয়ারবাজার। বাড়তি শুল্কের চাপ ভারতে তৈরি গয়না, চর্মজাত সামগ্রী, বস্ত্র, আসবাব, কার্পেট শিল্পে। বিকল্প পথের সন্ধানে ভারত।বৈষ্ণোদেবীর পথে ধস, লাফিয়ে বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর। জম্মু-পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। জম্মু-কাটরা রেলপথেও প্রভাব।পায়ের তলায় ফুঁসছে জল। পাঞ্জাবের মাধোপুরের বহুতলের ছাদ থেকে ২৫ জনকে উদ্ধার ভারতীয় সেনার। উদ্ধারের পরেই তাসের ঘরের মতো ভাঙল বহুতল। জম্মু-কাশ্মীরে বিপদসীমার উপর দিয়ে বইছে চন্দ্রভাগা।ঘটছে পরপর দুর্ঘটনা। প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ার অভিযোগ। কুলপিতে বেহাল রাস্তা, প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ স্থানীয়দের।ভারতীয় ফুটবলকে নির্বাসনের হুঁশিয়ারি ফিফার. ডেডলাইন বেঁধে দেওয়া হল AIFF-কে। ৩০ অক্টোবরের মধ্যে সংবিধান সংশোধনের নির্দেশ। কাল সুপ্রিম কোর্টে শুনানি।ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক। জোড়া সোনা জিতে চমক হাওড়ার মেয়ে কোয়েল বরের। অভিনন্দন মুখ্যমন্ত্রীর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: এবার আর জি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারকে তলব
এবার আর জি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারকে তলব