কলকাতা: হুমায়ুন কবীরকে শোকজ, শোকজের জবাব নিয়ে বৈঠক বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির ।  সূত্রের খবর, ভরতপুরের তৃণমূল বিধায়কের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি।দলের শৃঙ্খলাভঙ্গ করিনি, শুভেন্দু নিয়ে মন্তব্য দলের ব্যাপার নয়, জাতের ব্যাপার, শোকজের জবাব উল্লেখ হুমায়ুন কবীরের। এই বক্তব্যেই আপত্তি বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির। একজন বিধায়ক কখনও নিজেকে কোনও জাতের প্রতিনিধি হিসাবে তুলে ধরতে পারেন না, এই ধরণের মন্তব্য সংবিধান বিরোধী বলে মনে করছে শৃঙ্খলারক্ষা কমিটির। যদিও  'ঠুসো' মন্তব্য প্রসঙ্গে হুঙ্কার হুমায়ুন কবীরের। বললেন, 'শো কজে আমি ভয় পাই না'!



 এদিন হুমায়ুন কবীর বলেন, 'শো কজে আমি ভয় পাই না। আমি তার উত্তরও দিয়েছি। আমি কোনও অন্যায় করিনি। বিধানসভার ভিতরে কিছু বলিনি। আমি আমার সিদ্ধান্তে অনড়। আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন। মুর্শিদাবাদে ওঁর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না। অধীর চৌধুরীকে আমি আড়াই ঘণ্টা আটকে রেখেছিলাম। তখন উনি রেলের প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছি। এক্ষেত্রে আমি দেখব কী করে ঢোকে।' মূলত  শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।'


আগে চ্যাংদোলা করুক, ঠুসো তো তার পরের ব্যাপার। ফের শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন হুমায়ুন কবীর। অন্যদিকে,ভরতপুরের তৃণমূল বিধায়ককে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু বললেন, একতরফ কিছু হয় না। হিন্দুদের পড়ে মার খাওয়ার দিন আর নেই। ইট ছুড়লে পাটকেল খেতে হবে। শাসক-বিরোধী,  দু’দলের সৌজন্যে চ্যাংদোলা-আর ঠুসোর লড়াই অব্যাহত। এ বলছেন চ্যাংদোলা করে দেখাক, তারপর ঠুসো! ভরতপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক  হুমায়ুন কবীর বলেন, চ্য়াংদোলাটা করবে, তারপরে তো ঠুসোর প্রশ্ন।


আরেকজন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন, একতরফা কিছু হওয়ার দিন শেষ হয়ে গেছে বলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন,ওয়ান সাইডেড কিছু হবে না। বঙ্গের রাজনীতিতে চ্যাংদোলা আর ঠুসোর লড়াই জারি রয়েছে । বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট।দরজায় কড়া নাড়ার আগেই শুরু হয়ে গেছে শাসক-বিরোধী তরজা। ছাব্বিশের ভোটে জিতে চতুর্থবার ক্ষমতায় আসার জন্য দলের নেতা-কর্মীদের টার্গেট বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়


আরও পড়ুন, কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কাটার অভিযোগ, 'নির্জলা' রাজডাঙার ৬০টি পরিবার !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)