কলকাতা: অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য়ের জেরে অভিযোগ দায়ের। কুলটি থানায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি। ই-মেল মারফৎ অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল বিধায়ককে NIA হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।
একদিকে যখন 'অপারেশন সিঁদুর'-এর পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে মোদি সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশ সফর শেষ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তখন তার দলের বিধায়কের মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য়। পাকিস্তানের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তুলে গোটা বিষয়কেই নাটক বলে আক্রমণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, "কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ, যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে... এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে। এ সিঁদুর মায়ের সিঁথিতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাঁকে উচিত শিক্ষা দিতে হবে।''
এখানেই শেষ নয়, বুধবার দুর্গাপুরের কর্মিসভা থেকে এদিন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে আক্রমণ শানান তিনি। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "একা শুভেন্দু অধিকারী হিন্দু আর আমাদের অমিত শাহ হিন্দু? কত বড় বেইমান। কিন্তু ২৮ জনের যে মৃত্য়ু হয়েছে তার বিচার চাই। কোথায় বিচার হল? লোকগুলো এল, মারল পহেলগাঁওয়ে। আর মেরে দিয়ে কোথায় উবে গেল কর্পূরের মতো? কই কেন্দ্রীয় সরকার, এত লড়াই, কিন্তু দুষ্কৃতীদের তো এখনও খুঁজে পেল না। আসলে কখনও খুঁজে পাওয়া যায় না। কারণ এটা একটা গেম প্ল্য়ান। একদল দুষ্কৃতী ওখানে চলে এল,পহেলগাঁওয়ে কিন্তু তার তিনদিন আগে সব নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল।''
তৃণমূল বিধায়কের এমন মন্তব্য়ের পর রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে লেখেন, "নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো একজন নির্বাচিত প্রতিনিধির কাছে যদি এই ধরনের জঘন্য অপরাধ সম্পর্কে তথ্য় থাকে, তাহলে তাঁর সেই তথ্যের উৎস এবং বিশ্বাসযোগ্যতা উদঘাটনের জন্য NIA-এর তাঁকে অবশ্য়ই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমি NIA-কে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তথ্য নিশ্চিত করার জন্য নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তলব করার আহ্বান জানাচ্ছি।''