দিনহাটা: 'বিজেপি যদি তৃণমূলের (TMC Flag) একটি পতাকাও খোলে, তাহলে বিজেপিরও কোনও পতাকা (BJP Flag) থাকবে না', পঞ্চায়েত ভোট মেটার পরেও রণং দেহি মেজাজে উদয়ন গুহ (TMC MLA Udayan Guha) সঙ্গে আরও কটাক্ষ, 'আমরা কেউ চুড়ি পরে বসে নেই। এখানে যাঁরা আছেন, এক ইশারায় তাঁরা ফুঁ দিলে জয়-বীরু সব উড়ে যাবে।'


কী বললেন দিনহাটার বিধায়ক?
তৃণমূল বিধায়কের বক্তব্য, 'মস্তানি করা আমার স্বভাব নয়। কিন্তু এখানে আসার পথে দেখলাম, জমায়েতেও দেখলাম, এখানে যত যুবক রয়েছেন তাঁরা, লাঠি ধরারও দরকার নেই, যদি ফুঁ দেন, তা হলেই জয়-বীরু সব উড়ে যাবে।' তাঁর স্পষ্ট বক্তব্য, এই কথাকে 'হুঁশিয়ারি ভাবলে হুঁশিয়ারি।' উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'রাজনীতির আঙিনায় যে যত রণং দেহি মেজাজ দেখান, তিনি তত বেশি কাপুরুষ, তত বেশি ভীত সন্ত্রস্ত। উদয়ন গুহকে মানুষ চেনেন, তাঁর অতীত জানেন। বামফ্রন্ট জমানায় তিনি কী করেছিলেন, সেটাও মানুষ জানেন। বিধানসভায় নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছিলেন, বিপরীত অবস্থানে জনপ্রতিনিধি হয়েছিলেন এটাও মানুষ জানেন। আবার তৃণমূলের ভয়ে যিনি তৃণমূল হয়ে যান, তিনি যে কত বড় বীর তা মানুষের জানা।' রাজ্য বিজেপি মুখপাত্রের কটাক্ষ, যিনি তৃণমূল সরকার থাকবে না, সে দিন দিনহাটায় দেখতে পাবেন না। সল্টলেকের নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করেছেন। এতেই শেষ নয়। শমীকবাবুর কটাক্ষ, 'এই ভাষা তিনি যে দল করতেন, সেই দলের ভাষা ছিল না। ডিএনএটাও বদল হয়ে গিয়েছে। মানুষ এঁদের আর গুরুত্ব দেন না।'


সিপিএমের প্রতিক্রিয়া...
ছেড়ে কথা বলেননি সিপিএমও। সিপিএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীর কথায়, '১ লক্ষ ৬৫ হাজার ভোটে জিতেছেন, ফলে তার থেকেই বড় বড় কথা বলছেন। কিন্তু যাঁদের বলছেন বিজেপির এক ফুঁ-তে উড়িয়ে দেব, তাঁরাই তো ওখানে তৃণমূল দলটা তৈরি করেছেন। উনি তো পরে এসে হাজির হয়েছেন। তৃণমূলের বাহিনী নিয়ে বিজেপি, বিজেপির বাহিনী নিয়ে তৃণমূল।' দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে বেফাঁস মন্তব্যের অভিযোগ নতুন নয়। এর মধ্যে গত মার্চে, প্রয়াত বাবা তথা বাম আমলের কৃষিমন্ত্রী কমল গুহকে নিয়ে একটি মন্তব্য করে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। বলেছিলেন,  'বাম আমলে কোটা সিস্টেমে চাকরি হত, ফরওয়ার্ড ব্লক ভাগ পেয়েছে। বাবাকেও সেই লিস্ট এনডোর্স করতে হয়েছে। বাবার মৃত্যুর পর আমি সেই লিস্ট এনডোর্স করেছি।'
এছাড়া বিরোধী শিবিরের উদ্দেশে নানা ধরনের বার্তা প্রায়ই শোনা গিয়েছে তাঁর মুখে। সেই তালিকায় এবার নয়া সংযোজন।


আরও পড়ুন:পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কসবায় ছাত্রমৃত্যুতে আদালতের দ্বারস্থ পরিবার