ভাঙড় : সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়, বাড়ল তৃণমূল বিধায়ক সওকত মোল্লার (Saokat Molla) নিরাপত্তা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে জেড ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হল। তৃণমূল বিধায়কের অভিযোগ, ভাঙড়ে ফের দুষ্কৃতীদের আনা হচ্ছে। নতুন করে অশান্তি তৈরির চেষ্টা করছে আইএসএফ। এই পরিস্থিতিতে তৃণমূল কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সওকত মোল্লা।


তৃণমূল বিধায়ক বলেন, "রাজ্যের স্বরাষ্ট্র দফতরের (Home Affairs Department) মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের পুলিশ প্রশাসন আছে। তাদের বিভিন্ন ইন্টেলিজেন্স আছে। হয়তো সেখান থেকে কোনও মেসেজ বা খবর পাওয়ার পরে, আমাকে জেড ক্যাটিগরির ব্যবস্থা করছে। তার জন্য আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এটা আমার দিক থেকে বলার নেই। সরকার যেটুকু মনে করবে, স্বরাষ্ট্র দফতর যেটুকু মনে করবে সেটাই তো হবে।" 


তৃণমূল বলছে, ভাঙড়ে আইএসএফ তাদের ওপর আক্রমণ চালিয়েছে। আইএসএফের পাল্টা অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে দলের ভাঙড়ের অবজার্ভার হিসাবে তাঁর ওপরেও কী আক্রমণ নেমে আসতে পারে ? এমন কোনও আশঙ্কা রয়েছে ?


এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলছেন, "যেভাবে ভাঙড়কে রণক্ষেত্র তৈরি করে হল, যেভাবে গুলি-বোমা-বন্দুক, বিভিন্ন জায়গা থেকে সমাজ-বিরোধীদের নিয়ে তাণ্ডব চালানো হল, এটা আপনারা দেখেছেন। বর্তমানে আবার সমাজ-বিরোধীদের জড়ো করে আবার নতুন করে বিভিন্ন রকমের কর্মকাণ্ড ঘটানোর জন্য চেষ্টা করছে। তাই, ভাঙড়-সহ গোটা দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল কর্মীদের অনুরোধ করব, সবাইকে সতর্ক থাকতে হবে।"


যদিও তৃণমূল বিধায়কের নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে বিঁধতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "সওকত মোল্লা ভাড়া করা লোক নিয়ে গিয়ে ভাঙড়ে গন্ডগোল করেছেন সেটা ধরা পড়ে গেছে। তাই, স্বাভাবিকভাবে, এখন সওকত মোল্লার প্রাণে ভয় লেগেছে। প্র্যাক্টিক্যালি তাই, যেদিন এদের পুলিশের সুরক্ষা উঠে যাবে, সেদিন জনতা পিটিয়ে মারবে এদের। কেউ বাঁচাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও না। যেদিন সওকত মোল্লার পুলিশ সুরক্ষা উঠে যাবে, সেদিন তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেবেন। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম। মিলিয়ে নেবেন। সওকত মোল্লা শেষ সময় অন্য রাজ্যে কাটাবেন।"


প্রসঙ্গত, ISF-এর ওপর গুলি চালানোর জন্য পাঠিয়েছিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, এক যুবকের এহেন বক্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের রাজনীতি ! ইতিমধ্যে সেই ভাইরাল ভিডিও হাইকোর্টে দেখিয়েছেন ISF-এর আইনজীবী। যদিও সওকত মোল্লার দাবি, জোর করে ওই যুবককে হামলার কথা বলিয়ে নেওয়া হয়েছে ! প্রথমে মুখে সওকত মোল্লার নাম বললেও, পরে ১৮০ ডিগ্রি ঘুরে অবস্থান বদল ভাইরাল হওয়া যুবকেরও।