ময়ূখঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : শেখ শাহজাহানের ( Sheikh Sahajan ) কার্যত ছায়াসঙ্গী ছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ( Sukumar Mahato )। বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেছে দু-জনকে। এমনকী ED-র উপর হামলার ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, তখনও শেখ শাহজাহানের পাশেই দাঁড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গলায় এখন এক্কেবারে অন্য সুর।
শেখ শাহজাহান যখন CBI হেফজতে রয়েছেন, সন্দেশখালিতে আবার বিরোধীরা একটু একটু করে নিজেদের অস্তিত্ব জানান দিতে পারছে, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল সন্দেশখালির তৃণমূল বিধায়ককে।
ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসেছে শেখ শাহজাহানের কল ডিটেলস। আর তা থেকেই উঠে আসছে নানা বিস্ফোরক তথ্য। কল ডিটেলস থেকে পাওয়া গিয়েছে অনেক নাম। সিবিআই সূত্রে খবর, ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার সময়, শেখ শাহজাহানের একটি ফোন থেকে ৩ টি কল করা হয়। আরেকটি ফোন থেকে প্রায় ১৮ টি ফোন কল করা হয়। সেই কল ডিটেলস থেকেই জানা যায় যে, ই দিনই সকাল সাড়ে আটটা নাগাদ সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ফোন করেছিলেন শেখ শাহজাহানকে। ২ জনের মধ্যে প্রায় দেড় মিনিট কথা হয়। কী কথা হয়েছিল দুজনের ? সেই দিকেই নজর সিবিআইয়ের। সুকুমার মাহাতোর দাবি, সুকুমারও স্বীকার করে নিয়েছেন যে, তিনিই ফোন করেছিলেন। কারণ তিনি যখন দেখেন ভাঙচুর হচ্ছে, অশান্তি হচ্ছে, তখন তিনি জেলা নেতৃত্বকে ফোন করেন। শাহজাহানকে ফোন করে বলেন,' ভাই মারপিট-ভাঙচুর এগুলি যেন না হয়, দলের থেকে আমাকে বলছে, আপনি দেখুন।' এর পাশাপাশি, পঞ্চায়েতের নেতা ও স্থানীয় তৃণমূল নেতাদের নম্বরও কল লিস্ট থেকে পাওয়া গেছে বলে খবর সিবিআই সূত্রে।
এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতো বলছেন, ' সক্রিয়ভাবে দলটা ওইভাবে করি না, আমি জাস্ট উন্নয়ন করার জন্য.....আমি সেটা করার চেষ্টা করি। ফোরফ্রন্টে দলটা করি, ওইভাবে করি না আর কী! ' তাহলে কি দলের সঙ্গে দূরত্ব বোঝানোর চেষ্টা করছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক? সুকুমার মাহাতোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা! কুমার মাহাতো ঘিরে তৈরি হওয়া জল্পনার জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার।
আরও পড়ুন :
নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু