কলকাতা: প্রয়াত নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha Died)। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। গতকালই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে আসা হয় কলকাতায়। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় তাঁর। 

প্রয়াত তাপস সাহা: অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হল নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় গতকাল তাঁকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে, কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় তৃণমূল বিধায়ককে। আজ সকাল সোয়া ৮টা নাগাদ অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তাপস সাহার। নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল তেহট্টের তৃণমূল বিধায়কের নাম। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যেদিন CBI আদালতে জানাল যে, তাপস সাহার বিরুদ্ধে তদন্ত শেষ, সেদিনই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক।

এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, "নদীয়ার তেহট্টের বিধায়ক, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, শ্রী তাপস সাহা'র অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আমার অনেক দিনের পুরাতন সহকর্মী ছিলেন। তাঁর এই মৃত্যু জেলা তথা বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অগণিত সমর্থককে আমার আন্তরিক সমবেদনা জানাই।''

 

নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল তাঁর নাম। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেছিল কেন্দ্রীয় এজেন্সি। গতকালই কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী জানালেন.... নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত শেষ। বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেন বিধানসভার স্পিকার পাশাপাশি, আদালতে সিবিআইয়ের আইনজীবী এই অভিযোগও করেন যে, রাজ্যের দুর্নীতিদমন শাখার আধিকারিকরা কেস ডায়েরি সহ সম্পূর্ণ নথি সিবিআইকে দেয়নি। তখন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার আইনজীবী বলেন, কেস ডায়েরির একটা অংশ আদালতের কাছে আছে। আগামী ২০ মে এই মামলার পরবর্তী শুনানি। তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি মিলেছে বলে সিবিআই যেদিন আদালতে জানাল, সেই দিনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাপস সাহা। ২৪ ঘণ্টা কাটতে কাটতকেই ব্রেন স্ট্রোকে মৃত্যু হল তাঁর।