কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের অনুমতি পাওয়া নিয়ে সমস্যা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেহালা থেকে হেলিকপ্টারে উঠতে পারলেন না তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল। বেহালা ফ্লাইং ক্লাবে নির্ধারিত সময়েই পৌঁছে যান অভিষেক। কিন্তু অনুমতি না মেলায় দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। কথা কাটাকাটি,তর্কাতর্কিও হয় বলে খবর। শেষে অনেকটা দেরিতেই অন্য হেলিকপ্টারে চেপে পওমা দেন অভিষেক। (Abhishek Banerjee)

Continues below advertisement

বুধবার বীরভূমে 'রণ সংকল্প সভা' কর্মসূচি রয়েছে অভিষেকের। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করবেন বলে ঠিক ছিল। বেলা সওয়া ১২টা নাগাদ তারাপীঠের চিলার মাঠে নামার কথা ছিল তাঁর হেলিকপ্টারের। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে অভিষেক সভাস্থলে পৌঁছবেন বলে ঠিক ছিল সকাল পর্যন্তও। কিন্তু দুপুর ২টো বেজে গেলেও অভিষেকের হেলিকপ্টার উড়তে পারেনি। শেষ পর্যন্ত সওয়া ২টো নাগাদ অন্য কপ্টারে চেপে বেরিয়ে যান অভিষেক। (Abhishek Banerjee Helicopter Issue)

তৃণমূল সূত্রে খবর, দুপুর গড়াতে চললেও পর্যন্ত ওড়ার অনুমতি পায়নি অভিষেকের হেলিকপ্টার। দীর্ঘ ক্ষণ সেই নিয়ে টানাপোড়েন চলে। বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছে অপেক্ষা করছিলেন অনুমতি আসার। আর এই গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলছে তৃণমূল। তাদের দাবি, DGCA-র আধিকারিকদের মাধ্যমে বিজেপি-ই এর নেপথ্যে রয়েছে, তারাই কলকাঠি করেছে।

Continues below advertisement

এক দিকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR, অন্য দিকে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই উপলক্ষে জানুয়ারি মাস জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের। প্রায় ১৯ দিনে ২৬টি সভা করার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই মতোই এদিন বীরভূম যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইং ক্লাবে গিয়েও নির্ধারিত সময়ে হেলিকপ্টারে চড়ার অনুমতি পাননি অভিষেক। 

তৃণমূল সূত্রে সেই সময় জানা যায়, হেলিকপ্টারের অনুমতি যদি না মেলে, সেক্ষেত্রে আজ রাতে তারাপীঠ চলে যাবেন অভিষেক। তার পর কর্মসূচি চালাবেন। তৃণমূলের দাবি, 'আবার জিতবে বাংলা' স্লোগান দিয়ে গোটা রাজ্যে কর্মসূচিতে নেমেছেন অভিষেক। তাতে বিজেপি ভয় পেয়েছে, তাই এই সব ষড়যন্ত্র করছে। অভিষেক বোলপুর যেতে চান। কিন্তু কর্তৃপক্ষের তরফে অনুমতি মেলেনি এখনও পর্যন্ত। 

বেহালা ফ্লাইং ক্লাব সূত্রে খবর, হেলিকপ্টারটি ওড়ার অনুমতি ছিল না। একটি প্রশাসনিক সমস্যা দেখা দেয়। সেই সমস্যা না মেটা পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি হেলিকপ্টারটি ওড়ানোর। শেষ পর্যন্ত অনুমতি এলে কনভয় নিয়ে হেলিকপ্টারে ওঠেন অভিষেক। এর আগে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হেলিকপ্টার সমস্যা হয়েছে। এবার একই সমস্যা হল অভিষেকের ক্ষেত্রে।

আজ বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের। তারাপীঠে পুজো দিয়ে রামপুরহাটে সভা করার কথা তাঁর। সব প্রস্তুত রয়েছে সেখানে। পাশাপাশি, অনেক কাঠখড় পুড়িয়ে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা সোনালি বিবিকে রামপুরহাট হাসপাতালে দেখতে যাওয়ার কথা অভিষেকের, যিনি গতকাল পুত্রসন্তান জন্ম দিয়েছেন। ঢের আগেই নিজের কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন অভিষেক।