কলকাতা: এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মুখে শোনা গেল সারদা-নারদ প্রসঙ্গ (Saradha/Narada Scam)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikair) আক্রমণ করতে গিয়ে সারদা-নারদ পর্বের কথা তুলে ধরেন অভিষেক। তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক জানান, শুভেন্দুকে ভিডিও-য় টাকা নিতে দেখা গিয়েছে। তাঁর কোনও ভিডিও, অডিও সামনে এনে দেখাক বিজেপি। চ্যালেঞ্জ ছুড়ছেন তিনি।


চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে নিশানা অভিষেকের


মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানেই চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে নিশানা করেন তিনি। বলেন, "সুদীপ্ত সেন নিজে চিঠি লিখে জানিয়েছেন, কোটি কোটি টাকা নিয়েছেন উনি। নারদে দু'হাত বার করে নির্লজ্জের মতো টাকা নিয়েছেন। আমাকে টাকা নিতে দেখেছেন! আমার ভিডিও, ভয়েস ক্লিপ বা অজিও বার করতে পারবেন! কিছু প্রমাণ করতে পারবেন আমার বিরুদ্ধে! তিন-তিন বার ইডি-সিবিআই ডেকেছিল। জন্মের শংসাপত্র ছাড়া সব দিয়ে এসেছি। যা বার করবেন, করুন। আমার ভিতরে, বাইরে সব কিছু স্বচ্ছ।"


পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে জেলায় জেলায় বিজেপি-র- (BJP)অতি সক্রিয়তা চোখে পড়ছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফর চলাকালীনই সভা করেন শুভেন্দু। সেখানে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন তিনি। কিন্তু শুভেন্দুর ভাবমূর্তি নিয়েই প্রশ্ন তোলেন অভিষেক। তিনি বলেন, "সারদা-নারদে নাম রয়েছে। ইডি-সিবিআই থেকে বাঁচতে অমিত শাহের পদলেহন করে বিজেপি-তে যোগ দেন। তাঁর মুখে আন্দোলনের কথা মানায় না। ওঁর মতো মিরজাফর, দু'নম্বরি, কাপুরুষ ভারতে কখনও জন্মায়নি, আর জন্মাবেও না।"


আরও পড়ুন: Abhishek Banerjee: ‘তোর বর কয়লা ভাইপোর চোখ ঠিক হল!’ 'বোন-সম' কাকে লিখেছেন শুভেন্দু! অভিষেকের দাবিতে জল্পনা


শুভেন্দুর নিরাপত্তা নিয়েও এ দিন প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর দাবি, দলের ৫ হাজার নেতাকে নিরাপত্তা দেয় কেন্দ্রের বিজেপি সরকার। তাতে বছরে মাথাপিছু ১ কোটি টাকা খরচ হলে, মোট ৫ হাজার টাকা খরচ হয়। এই টাকা বিজেপি দেয় না। সাধারণ মানুষের করের টাকা থেকে মেটানো হয়। সিআরপিএফ, সিআইএসএফ, যাদের দায়িত্ব দেশের প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করা, সীমান্তে পাহারা দেওয়া, তারা 'চার আনার' নেতাদের পিছনে ছুটে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন অভিষেক।


সারদা-নারদ থেকে নিরাপত্তা, শুভেন্দুকে নিশানা অভিষেকের


শুধু তাই নয়, দলের লোকজনকে নিরাপত্তা দেওয়ার খরচ সংশ্লিষ্ট দলকেই মেটাতে হবে বলেও দাবি তোলেন অভিষেক। তাঁর দাবি, শুভেন্দুর নিরাপত্তায় ৫০০ সিআরপিএফ-সিআইএসফ। এর বিরুদ্ধে বিল আনুক কেন্দ্র। প্রথম ভোটটি তিনিই দেবেন বলে জানিয়েছেন।