উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : 'ভূতুড়ে' ভোটার নিয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। অনলাইন বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিরা। বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বস্তরের প্রায় সাড়ে ৪ হাজার প্রতিনিধি। গত ৬ মার্চ তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে গরহাজির ছিলেন অভিষেক। কোর কমিটির বৈঠকে জেলা-ওয়াড়ি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে স্থগিত হয়ে যায়। তার মধ্যেই আজ ভূতুড়ে ভোটার নিয়ে অভিষেকের পৃথক ভার্চুয়াল বৈঠক। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভূতুড়ে ভোটার খুঁজতে সময় বেঁধে দেবেন অভিষেক ? ভোটার তালিকা নিয়ে কী রূপরেখা দেবেন অভিষেক ? পুজোর আগে পর্যন্ত নতুন কোনও কর্মসূচি ঘোষণা করবেন কি তিনি ?
এক বছর বাদে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করতে চলেছে অভিষেক। উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রায় সাড়ে ৪ হাজার প্রথম সারির নেতা। সমস্ত ধরনের জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলার গুরুত্বপূর্ণ নেতারা সবাই এই বৈঠকে উপস্থিত থাকবেন। ক্যামাক স্ট্রিটে কিছুক্ষণ আগেই পৌঁছে গেছেন অভিষেক। সাধারণত যে গেট দিয়ে তিনি অফিসে ঢোকেন, আজ ভেতরে ঢোকার জন্য অন্য একটা গেট ব্যবহার করেন। ৩টে ৫০ মিনিটের পর সকলের কাছে ভার্চুয়াল বৈঠকের মিটিং পাঠানোর কথা।
জেলায় জেলায় ভোটার তালিকায় ভূতের উপদ্রব বেড়েই চলেছে দিনকে দিন। দিনরাত এক করে হন্যে হয়ে ভূত খুঁজছে শাসক বিরোধী দু'পক্ষই।
ভূত শব্দের অর্থ অতীত। কিন্তু এক্ষেত্রে ভূত মানেই ভবিষ্য়ৎ। যার যত পোষা ভূত, তার ভবিষ্য়ৎ তত উজ্জ্বল। গণতন্ত্র যখন ভোটতন্ত্রে পরিণত হয়। তখন এই পোষ্য় ভূতদের গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে! কিন্তু ভূত নিয়েও তো আমরা-ওরা আছে! তাই বাংলার ভোটার তালিকায় ভূতের উপস্থিতি নিয়ে লড়াই এখন জেলা থেকে কলকাতা হয়ে...দিল্লির সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন অবধি পৌঁছে গেছে!
গত সোমবারের পর, মঙ্গলবারও ভুয়ো ভোটার ইস্য়ুতে, লোকসভার পর, উত্তপ্ত হয় রাজ্য়সভা। ভূতুড়ে ভোটার নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভে সামিল হন তৃণমূল, বিজেডি-সহ একাধিক বিরোধী দলের সাংসদ। ওয়াকআউট করে তৃণমূল, কংগ্রেস ও বিজু জনতা দল। তাৎপর্যপূর্ণভাবে, সোমবারই ভুয়ো ভোটার নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবারও এই ইস্য়ুতে সংসদে তৃণমূলের পাশে দাঁড়াতে দেখা যায় কংগ্রেসকে।
কিন্তু রাজ্য়ে আবার উল্টো ছবি। এখানে ভুয়ো ভোটার নিয়ে তৃণমূলকেই দুষতে দেখা যাচ্ছে অধীর চৌধুরীকে। তিনি বলেছেন, ভুতূড়ে ভোট শুধু নয়, মৃত ভোট জীবিত হয়ে ভোট দিয়ে দেয়। পরিযায়ী শ্রমিক তাঁরা ভোট দিয়ে দেন। অসংখ্য় জাল ভোটার তৃণমূল তৈরি করে তাদের নিজেদের কাস্টডিতে রাখে। প্রায় ৩৫ থেকে ৪০ লাখ ভুয়ো ভোটার আছে বলে আমার কাছে খবর।
ভুয়ো ভোটার ইস্য়ুতে তৃণমূল পাশে পেয়েছে ওড়িশায় সদ্য় বিজেপির কাছে ক্ষমতাচ্য়ূত বিজু জনতা দলকে। যা নিয়ে আবার কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
যে বিষয়গুলো নিয়ে এখনও সমস্য়া রয়ে গেছে তা নিয়ে ৩০ এপ্রিলের মধ্য়ে রাজনৈতিক দলগুলিকে মতামত জানাতে বলেছে নির্বাচন কমিশন।