কলকাতা: ১০ দফা দাবি পূরণের জন্য পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার নিজের মতামত জানালেন ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব।
এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি চাই মানুষ যেন চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পায়। তাঁরা যেন শান্তিতে থাকেন একটা ন্যায় পাওয়ার জন্য আরেকজনের সঙ্গে যেন অন্যায় না হয়। এটা ভাবা উচিত। আমরা সবাই চাই যে যুক্ত আছে, সে বা তারা যেন শাস্তি পায়। আসলে গরিব মানুষরাই তো হসপিটালে যায়। আমি চাই তাঁরা যেন চিকিৎসা পায়। আমি এটা বলছি না যে জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ করবেন না। কিন্তু, তার পাশাপাশি চাই যে মানুষ যেন শান্তিতে থাকে। তাঁরা যেন ভালো থাকে। ডাক্তার যাঁরা হন, তাঁদের চিন্তাভাবনা, তোমার আমার থেকে অনেক বড়। মানুষকে বাঁচানোর তাগিদ অনেক বেশি তাদের মধ্যে থাকে। মানুষের কাছে ডাক্তারই আসল ভগবান। আমি মনে করি তাঁরাও সাধারণ মানুষের অসুবিধার কথা বুঝছেন। একটা ভগবানের উৎসবে আরেকটা ভগবান যদি আন্দোলন করে তাহলে সেটা ভালো দেখায় না। এটা ডাক্তারদের ভাবা উচিত। আমি মনে করি ওনারাও বিষয়টি নিয়ে ভাবছেন। কারণ গরিব মানুষদের কাছে ডাক্তাররাই হল আসল ভগবান। সাধারণ মানুষ জীবন বাঁচানোর জন্য তাঁদের কাছেই যায়।"
আরও পড়ুন: Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই বিষয়ে দেবের মতামত জানতে চান সাংবাদিকরা। এর উত্তরে দেব বলেন, "এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আশাকরি জুনিয়র চিকিৎসকরাও বিষয়টি নিয়ে ভাবছেন। আমি শুধু চাই, যে গরিব মানুষরা চিকিৎসার জন্য হাসপাতালে যান তাঁদের যেন কোনও অসুবিধা না হয়।"
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে দেব বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে অত্যন্ত সিরিয়াস। আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পরিকল্পনা বাস্তবায়িত করতে যাঁদের জমি লাগবে তাঁদের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।