শ্রীরামপুর, হুগলি: দুর্গাপুজো রাজনৈতিক সৌজন্যের ছবি। শ্রীরামপুরে দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/vijayadashami" data-type="interlinkingkeywords">পুজোর বিসর্জনে একসঙ্গে নাচে মাতলেন দুই দলের নেতা। একজন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। আর একজন বিজেপি নেতা প্রবীর ঘোষাল। শ্রীরামপুরে ৫ ও ৬-এর পল্লির পুজোর বিসর্জনে ঢাকের তালে নাচে মাতলেন দুজনে।
ঢাকের তালে নাচ:
একসময় একদলে থাকলেও, এখন দু’জনই আলাদা দলে। একজন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অপরজন প্রবীর ঘোষাল, তিনি আছেন বিজেপিতে। এদিন দুই জনকে হাত ধরাধরি করে নাচতে দেখা যায়। ঢাকের বোলে পুজোর মুডে নাচে মাতোয়ারা দুজন। পাশ থেকে উৎসাহও জোগাতে দেখা যায় অনেককে।
সারা বছর রাজনৈতিক নানা কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন দুজনে। দুজনে একেবারে যুযুধান দুই শিবিরের নেতা। কিন্তু সেই রেষারেষি, লড়াই একেবারে দূরে সরিয়ে রেখে পুজোয় মেতে উঠতে দেখা গেল তাঁদের। রাজ্যে বারবার রাজনৈতিক নানা দ্বন্দ্বের কথা শোনা যায়। রাজনৈতিক পরিচয়ই বড় হয়ে উঠতে দেখা যায়। সেই ছবির একেবারে উল্টোদিকটাই ফুটে উঠল এদিন।
এর আগে কেঁদেছিলেন কল্যাণ:
শ্রীরামপুরের পাঁচ ও ছয়ের পল্লির সন্ধিপুজোতে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গাঁধী ময়দানের পুজোয় চোখে জল দেখা গেল তৃণমূল সাংসদের। সন্ধিপুজোর সময় আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। পুজোর সময় মন্ত্র পড়তে পড়তে কেঁদে ফেলেন তিনি। পুজোর সময় দেবী প্রতিমার সামনে হাঁটুগেড়ে বসতে দেখা যায় তাঁকে। কখনও দেখা যায় উবু হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে। পরক্ষণেই দু-হাত ছড়িয়ে মন্ত্র পড়তে পড়তে কাঁদতে দেখা যায় তাঁকে। সন্ধিপুজোর সময় প্রবলভাবে ঢাক বাজানোর আওয়াজকে ছাপিয়ে শোনা যায় তাঁর গলা। প্রার্থনা করতে করতে কেঁদে ফেলেন তিনি। আবেগের ধাক্কায় কাঁপতে থাকে তাঁর শরীর। এমন ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভাইরালও হয়েছে।
সিঁদুর খেলায় মেতেছেন অন্যরাও:
দশমীর দিনে সল্টলেকে ইজেডসিসি-র পুজোতে দেবীবরণ, সিঁদুর খেলায় মাতলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অন্যদিকে, হিন্দুস্তান পার্কের পুজোয় সিঁদুর খেলায় মেতে ওঠেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি আরামবাগ পুরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজের পাড়ায় পারুল মিলন মঞ্চ ক্লাবে দেবী বরণ করে সিঁদুর খেলায় সামিল হন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: রাজনীতির পরত সরিয়ে সিঁদুর খেলায় মাতলেন অগ্নিমিত্রা পাল, অংশ নিলেন ধুনুচি নাচে