সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : এবার নতুন তৃণমূলের (NEW TMC) সুর শোনা গেল দেগঙ্গার ব্লক তৃণমূল সভাপতির গলায়। তিনি বলেন, নতুন তৃণমূল অন্যায়ের সঙ্গে আপোষ করে না। দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষকেও দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতার মন্তব্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।


দেগঙ্গার তৃণমূল কংগ্রেস (TMC) ব্লক সভাপতি আনিসুর রহমান বলেছেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতার নির্দেশে যে নতুন তৃণমূল আসছে, এই নতুন তৃণমূলের দুর্নীতির কোন স্থান নেই। মানুষ যেমনটা চাইছে তেমনভাবে গড়ে উঠবে তৃণমূল। তাই নতুন তৃণমূল পার্থ চট্টোপাধ্যায় কে ছুড়ে ফেলে দিয়েছে।'


স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে ED’র হাতে গ্রেফতার হওয়ার পর জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। দলের আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলও এখন জেল হেফাজতে। বিরোধীরা দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার বিঁধছে। এই অবস্থায়, উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে দেখা মিলেছিল এই হোর্ডিং-এর, যাতে লেখা ‘নতুন তৃণমূল’। এবার নতুন তৃণমূলে সুর শোনা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের গলায়। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় গিয়ে তিনি বলেন, নতুন তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই পার্থ চট্টোপাধ্যায়কেও দূরে সরিয়ে দেওয়া হয়েছে।


দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পরই দলীয় ও সরকারি সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছে। দায়িত্ব কমেছে অনুব্রতরও। এই পরিস্থিতিতে, ব্লক সভাপতির নতুন তৃণমূল বার্তায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ২০২৩-এ পঞ্চায়েত ভোট। ২০২৪-এ লোকসভার মহাযুদ্ধ। তার আগে ঐক্যবদ্ধ দলকে ময়দানে নামাতে তৎপর তৃণমূল নেতৃত্ব। এই প্রেক্ষিতে ‘নতুন তৃণমূল’ বার্তা অত্যন্ত ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল।


কিছুদিন আগে নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধানের একটি ভিডিও ঘিরে তুমুল শোরগোল হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় ক্যান্সার (Cancer)! অন্যায় করেছিলেন! তাই কেটে বাদ দিয়েছে! দলের প্রাক্তন মহাসচিবকে বেনজির আক্রমণ করেন নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান প্রবীর সাহার। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক বাধে। শাসকদলকে যে বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা।


আরও পড়ুন- খিদিরপুরে লরির চাকায় পিষ্ট গাড়ি, বেঘোরে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের