বিশ্বজিৎ দাস, খড়গপুর: বিজেপি প্রার্থীর ব্যানারের মুখে তৃণমূলের স্টিকার লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীর ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে গতকাল রাতে। এদিকে, বিজেপি প্রার্থীর ব্যানারের মুখে তৃণমূলের প্রার্থীর স্টিকার লাগিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের লোকেরা, এমনটাই অভিযোগ বিজেপির।
বিজেপি প্রার্থী অভিষেক আগরওয়াল বলেন, সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। দেখলাম আমার ব্যানারের প্রার্থীর মুখে স্টিকার লাগিয়ে দিয়েছে। এরা গণতন্ত্রের হত্যা করে আমাদের প্রচার করতে দেবে না তাই স্টিকার লাগিয়ে দিয়েছে। আমি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবো। আর ঘুরে ঘুরে মানুষকে বলবো তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করছে ওদের একটাও ভোট নয়।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী রমেশ আগারওয়াল অভিযোগ অস্বীকার করে বলেন বিজেপির এই অভিযোগ মিথ্যে। বিরোধীদল দেখছে, ১৬ নম্বর ওয়ার্ডে আমি এগিয়ে আছি তাই এইসব নোংরা রাজনীতি করে আমাদের দলকে বদনাম করছে।
এদিকে, পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দ্রুত শুনানির আর্জি জানানো হল দলের তরফে। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুনানি হওয়ার কথা। বিজেপির অভিযোগ, সরকারের বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে অনুমতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রচারে সেগুলিকেই হাতিয়ার করছে শাসক দল। সেইসঙ্গে বিজেপির অভিযোগ, যাঁরা নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করতে পেরেছেন, তাঁদেরও মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে।
এদিকে, বিজেপি সূত্রে খবর, তাদের হয়ে পুর মামলায় সওয়াল করবেন প্রাক্তন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার। মোদি জমানার প্রথম দিকে, ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত রঞ্জিত কুমার সলিসিটর জেনারেল পদে ছিলেন।