21 July Rally Live Updates : 'যাঁরা নির্বাচিত হয়ে মানুষকে সেবা দেবেন না তাঁদের সঙ্গে সম্পর্ক রাখব না', বার্তা মমতার

Mamata Banerjee To Address Rally: নেতাজি ইনডোর, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, বিভিন্ন জায়গায় থাকার ব্য়বস্থা করা হয়েছে তৃণমূলের নেতা-কর্মীদের

ABP Ananda Last Updated: 21 Jul 2024 07:48 PM

প্রেক্ষাপট

কলকাতা : আজ তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনে ব্য়াপক সাফল্য়ের পর, প্রথম সমাবেশ, উদ্দীপনায় ভাসছে তৃণমূল কর্মীরা। তৃণমূলের এই মেগা সমাবেশের মঞ্চটি তিন ভাগে ভাগ করা...More

21 July Rally Live Updates: 'যাঁরা নির্বাচিত হয়ে মানুষকে সেবা দেবেন না তাঁদের সঙ্গে সম্পর্ক রাখব না', বার্তা মমতার

বিরোধী কম, একুশের সমাবেশ থেকে কর্মীদেরই বেশি বার্তা মমতার। 'বিত্তবান চাই না, বিবেকবান চাই', নেতা-কর্মীদের বার্তা মমতার। 'যত জিতব, তত আমাদের দায়িত্ব বাড়বে, নরম হতে হবে। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। অন্যায়, দুর্নীতির সঙ্গে কোনও আপোস নয়। অন্যায় করলে তৃণমূল নেতা-কর্মীদেরও গ্রেফতার। মা-বোনেদের সম্মান দেবেন, লোভ করবেন না। এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে। অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা।' জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি মমতার। 'নির্বাচিত হয়ে মানুষকে সেবা না দিলে কোনও সম্পর্ক থাকবে না।'
পুরসভা, পঞ্চায়েত সদস্য থেকে সাংসদ, বিধায়কদের কড়া বার্তা তৃণমূলনেত্রীর