পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন বিজেপির সাংসদ-বিধায়ক। প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় পাল্টা তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। বুধবার ত্রিপুরা গিয়েছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের বনমন্ত্রী ও ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং তৃণমূল নেতা সুদীপ রাহা। এরই মধ্যে কলকাতায় তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করে বলল, ত্রিপুরায় বিজেপি বিধায়ক সুশান্ত দেব দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছেন। আর তাতে প্রশাসন এখনও পদক্ষেপ করেনি। 

Continues below advertisement

তৃণমূলের সাংবাদিক বৈঠকে মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ত্রিপুরায় বিজেপি যা চালিয়েছে সেটা লুম্পেনরাজ। তাঁর অভিযোগ, বিজেপি বিধায়ক সুশান্ত দেব দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছেন তৃণমূলের পার্টি অফিসে । বাঁশ লাঠি নিয়ে আক্রমণ হয়েছে। বিজেপির জেলা সভাপতি দাঁড়িয়ে থেকে এই কাজ করিয়েছেন। অরূপ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির একটা কার্যালয়ে ভাঙচুর হলে, পাশে থাকে রাজ্য প্রশাসন। কিন্তু  দু'গালে চড় মারলে তৃণমূল কংগ্রেস কিন্তু গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদ আঁকড়ে ধরবে। 

সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলা হওয়ার পর মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় য়খন আহত হলে তাঁকে নিয়ে টিটকিরি দেওয়া হয়। সে-কথা মনে করিয়ে দিয়ে মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন,পশ্চিমবঙ্গে কিছু হলে অভিযোগ নেওয়া হয়, ত্রিপুরায় অভিযোগ নেওয়াই হয় না। 

Continues below advertisement

তৃণমূলের অভিযোগ, ত্রিপুরায় চলছে  ফ্যাসিবাদ। স্কোরশিট বাড়াতে চলছে গুন্ডারাজ। অরূপের দাবি, বাংলায় বিজেপি আক্রান্ত হয়েছে, কারণ  কেন্দ্র প্রকল্পের টাকা আটকে রেখেছে। কেন্দ্র টাকা না দেওয়ায় ক্ষুূব্ধ মানুষ। তাই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।   

সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে, মঙ্গলবার আগরতলায় ধিক্কার মিছিলের ডাক দেয় বিজেপি। অভিযোগ, মিছিল থেকে বিজেপি কর্মী, সমর্থকরা বাঁশ নিয়ে তৃণমূলের রাজ্য দফতরে ঢোকার চেষ্টা করে। শুরু হয় ভাঙচুর। ঢিল ছোড়ার পাশাপাশি, ছেঁড়া হয় তৃণমূলের ফেস্টুন। এই ঘটনার প্রতিবাদেই এই সাংবাদিক বৈঠক। 

যাঁর বিরুদ্ধে তৃণমূলের এত অভিযোগ, ত্রিপুরার সেই বিজেপি বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য, ত্রিপুরায় নাটক মঞ্চস্থ করতে আসছে তৃণমূলের প্রতিনিধি দল। বলেন, আসবার সময় আহত রক্তাক্ত খগেন মুর্মুর ছবিটা সঙ্গে নিয়ে আসবেন।