আশাবুল হোসেন ও মুন্না আগরওয়াল,কলকাতা: সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের বিশেষ কর্মিসভা। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নতুন প্রচার কর্মসূচির সূচনা করবেন তৃণমূল নেত্রী। উন্নততর তৃণমূল গড়ার লক্ষ্যে শুদ্ধকরণের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, এমনই খবর সূত্রের।
সামনে পঞ্চায়েত ভোট। তার আগে আবাস যোজনায় স্বজনপোষণ গরু পাচার, কয়লা পাচার থেকে নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ তৃণমূল। আর এই পরিস্থিতিতে, সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের কর্মিসভায় বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী। সেখানে দলের নেতা ও কর্মীদের উদ্দেশে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকেই নজর রাখছে বাংলার রাজনৈতিক মহল।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'কালকের যে মিটিংটা আছে, আপনারা জানেন আমাদের সর্বোচ্চ নেত্রী, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উপস্থিত থেকে আমাদের দিক নির্দেশ দেবেন। সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধিরা, এমএলএ হোক, এমপি হোক, ব্লক প্রেসিডেন্ট সাড়ে ৩ হাজার প্রতিনিধিকে আসতে বলা হয়েছে।'
তৃণমূল সূত্রে খবর, আত্মতুষ্টিতে না ভুগে পঞ্চায়েত ভোটের আগে কীভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনো যায় তার দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রী। ১১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত, গ্রামে গ্রামে নিবিড় জনসংযোগ গড়ে তোলার জন্য তৃণমূলের জন প্রতিনিধিদের নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামে গিয়ে তৃণমূল নেতাদের রাত্রিবাসও করতে হবে। তৃণমূল সূত্রের খবর, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দ্বিতীয় দফায় ঠিক একই ধরনের কর্মসূচি নেওয়া হবে।
শুদ্ধকরণের ডাক?
তৃণমূল সূত্রে খবর, দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি ফেরাতে শুদ্ধকরণের ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দুর্নীতিতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলগত ও প্রশাসনিকভাবে কড়া পদক্ষেপ করার মতো বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। দলীয় পদাধিকারীদের জন্য আচরণবিধি জারি করা হতে পারে এই কর্মিসভায়। এর পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে প্রচারে জোর কেউ যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করার জন্যও নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। এমনটাই তৃণমূল সূত্রের খবর। এর পাশাপাশি সোমবারের কর্মিসভা থেকে মোদি সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় আন্দোলন ঘোষণাও করা হতে পারে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'কালকে মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেবেন দেখা যাবে। যদি জনগণের স্বার্থে হয়, বিজেপি তাকে সাপোর্ট করবে। জনগনের বিপক্ষে হলে আমরা তার প্রতিবাদ করব। প্রতিবাদ করে লড়াই করব।'
২০২১-র বিধানসভা ভোটের আগে 'দিদিকে বলো' কর্মসূচি ভোটবাক্সে লাভ দিয়েছিল তৃণমূলকে। পঞ্চায়েত ভোটের আগে কি এইরকমই কোনও কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল নেত্রী। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা।
আরও পড়ুন: কাল থেকেই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা, রইল সময়সূচি