Mamata Banerjee : কাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মিসভা, মূল মঞ্চে শুধুই মমতার ছবি; নেই অভিষেক ; কোন পথে দল ?

Bengal Political News: মনে করা হচ্ছে, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্বাচনী বার্তা দেবেন, তেমন আগামীদিনে দল কীভাবে চলবে তার দিশাও দেখাতে পারেন।

Continues below advertisement

কলকাতা : তৃণমূলের কর্মিসভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়। মূল মঞ্চে ছবিও একমাত্র নেত্রীরই রয়েছে। কাল নেতাজি ইন্ডোরে মূল মঞ্চে তৃণমূলের সর্বস্তরের কর্মিসভায় মূল বক্তা দলনেত্রীই। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু, মঞ্চের ব্যানারে দলের 'সেকন্ড ইন কমান্ডের' কোনও ছবি না থাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Continues below advertisement

২০২৩ সালের ২৩ নভেম্বর এই নেতাজি ইন্ডোরেই তৃণমূলের কর্মিসভা হয়েছিল। সেই কর্মিসভার মূল মঞ্চের ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই ছিল। সেবার চোখের অসুস্থতার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল অনুষ্ঠানে ছিলেন না। কিন্তু, তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন। যদিও পরবর্তীকালে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই তা নিয়ে কিছু নেতা বিতর্কের সৃষ্টি করেছিলেন। কিন্তু, সেই বিতর্কের অবসান হয়েছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ পুরোপুরি নিজের হাতে নিয়েছেন।

এবারও মূল মঞ্চের ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মিসভা। ফলে, মনে করা হচ্ছে, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্বাচনী বার্তা দেবেন, তেমন আগামীদিনে দল কীভাবে চলবে তার দিশাও দেখাতে পারেন। বেশ কিছু সাংগঠনিক রদবদলও হতে পারে এবারের সভা থেকে।

এদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার তালিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। যা অনেক জায়গায় সত্যি হতে দেখা যাচ্ছে। ফলে, আগামীদিনে বুথ স্তর থেকে ভোটার তালিকা সংশোধনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বলেও মনে করা হচ্ছে।

পাশাপাশি, তাঁর সরকার কীভাবে উন্নয়ন করছে, সেই বার্তা কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেই দিশাও তৃণমূলনেত্রী দেখাতে পারেন বলে অনুমান রাজনৈতিক মহলের। 

দলের রাশ তাঁরই হাতে, দিনকয়েক আগে পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২১ জুলাইয়ের মঞ্চে থেকে রদবদলের প্রথম বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, সেই সংক্রান্ত রিপোর্টও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু ইঙ্গিতপূর্ণ বিষয় হল, পরিষদীয় দলের বৈঠকে সাংগঠনিক রদবদল প্রসঙ্গে অভিষেকের রিপোর্টের কোনও উল্লেখই করেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ককের উদ্দেশ্য়ে বার্তা দেন তৃণমূল নেত্রী। বলেন, দল-বিরোধী মন্তব্য় কোনওভাবেই গ্রহণযোগ্য় নয়। একই ভুল বারবার করলে ক্ষমা করা যায় না। পাশাপাশি, দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও একাধিক নেতাকে কড়া বার্তা দেন তৃণমূলনেত্রী।  

Continues below advertisement
Sponsored Links by Taboola