আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও শিবাশিস মৌলিক, কলকাতা: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্য রাজনীতিতেও পারদ চড়ছে ক্রমশ। অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরকে সামনে রেখে যেমন এগোচ্ছে বিজেপি, তেমনই তাদের মোকাবিলা করতে এবার মহিলা ভোটে জোর দিতে মাঠে নামছে তৃণমূল। বিজেপি নারীবিদ্বেষী বলে অভিযোগ তুেল পথে নামছে জোড়াফুল শিবির। বাড়ি বাড়ি গিয়ে এ নিয়ে প্রচার করবেন তৃণমূলের নেতা-নেত্রীরা। বিষয়টি সামনে আসতেই দুই দলের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ শুরু হয়ে গিয়েছে। (Lok Sabah Elections 2024)
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে এখন থেকেই সাজ সাজ রব। ২০২৪-এর লোকসভা নির্বাচনের রামমন্দিরের উদ্বোধনকে মেগা ইভেন্টে পরিণত করতে চাইছে বিজেপি। তার উপর গঙ্গাসাগর যাওয়ার পথে তিন সাধুকে গণপ্রহারের ঘটনাতেও তৃণমূলকে াক্রমণ করতে নেমে পড়েছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতানেত্রীরা। (TMC vs BJP)
সেই আবহেই এবার বিজেপি-র পাল্টা কর্মসূচি নিয়ে নামতে চলেছে তৃণমূল। সম্প্রতি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর গণধর্ষণের ঘটনায় গ্রেফতারপ হয়েছেন বিজেপি-র আইটি সেলের দুই সদস্য। এর পাশাপাশি, বিলকিস বানোর ধর্ষকদের ছেড়ে দেওয়া নিয়েও তরজা জারি। এই দুই ঘটনাকে সামনে রেখেই বিজেপি-র বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ তুলছে তৃণমূল। সেই নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পরিকল্পনা গ্রহণ করেছে তারা।
তৃণমূল সাংসদ শান্তনু সেন এই কর্মসূচির কথা জানান। বিজেপি-র উদ্দেশে তিনি বলেন, "আপনাদের এই নারীবিদ্বেষী আচরণ উত্তরপ্রদেশে চলতে পারে, বাংলায় চলবে না। ঘরে ঘরে গিয়ে আপনাদের নারীবিদ্বেষী মনোভাবের দিকটি তুলে ধরে প্রচার করব।" রাজ্যের মন্ত্রী তথা তৃমণূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "অমিত মালব্য যে আইটি সেল চালান, সেখানে ধর্ষকরা রয়েছে। বিলকিস বানোর ধর্ষকদেরও মুক্তি দেওয়া হয়েছে। তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে আমরা নিজেদের আরও বেশি সঙ্ঘবদ্ধ করব। লড়াই চলবে।"
এর পাল্টা তৃণমূলকতে আক্রমণ করেছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "গুজরাত তো অনেক দূর! কামদুনির মেয়েটি এখনও বিচার পায়নি। যে সাংসদের বন্ধুরা সুজেটের ধর্ষণে দায়ী, বহাল তবিয়তে রয়েছে তারা। মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এ রাজ্যে এমন ঘটনা। ওদের মুখে এসব মানায় না।" আক্রমণ, পাল্টা আক্রমণ, এই নিয়েই জোর তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লক্ষ্মীর ভাণ্টার প্রকল্পকে সামনে রেখে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মহিলাদের বিপুল সমর্থন পেয়েছিল তৃণমূল। পশ্চিমবঙ্গের মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৫৩ লক্ষ ৮ হাজার ৪২৭। এর মধ্যে মহিলা ভোটার ৩ কোটি ৭০ লক্ষ ৫৩ হাজার ৫০২। লোকসভা নির্বাচনেও তাই মহিলা ভোটকেই তৃণমূল পাখির চোখ করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।