বিটন চক্রবর্তী, কাঁথি: শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) বাড়ির সামনে টিএমসিপি ( TMCP ) প্রতিনিধিদের দেখা যায় গোলাপ ফুল ও কার্ড নিয়ে হাজির হতে। তাঁরা শুভেন্দু অধিকারীর বাড়িতে ঢোকার চেষ্টা করে। কাঁথিতে অধিকারী বাড়ি শান্তিকুঞ্জের সামনে টিএমসিপি প্রতিনিধিদের আটকায় পুলিশ, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর প্রশাসনের তরফে শুভেন্দুর বাড়িতে গ্রিটিংস কার্ড ও ফুল পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
 
শুধু গোলাপ ফুল নয়, সঙ্গে একটি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও


সম্প্রতি,  তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ( Kunal Ghosh ) বলেন, ' শুভেন্দুমুক্ত করব নন্দীগ্রাম ( Nandigram ) । আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা! '  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে তাঁকে নিশানা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি আরও বলেন, সোমবার থেকে তৃণমূল কর্মীরা শুভেন্দুকে গোলাপ পাঠাবেন । রবিবার  তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তাঁর দলের ছাত্র ও যুব শাখার পক্ষ থেকে শুধু গোলাপ ফুল নয়, সঙ্গে একটি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও পাঠানো হবে । তারপরই আজকের ঘটনা। 


শুভেন্দু অধিকারীর গড়ে দলের তরফে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। কাজ শুরু করার পর থেকেই লাগাতার শুভেন্দুকে আক্রমণ করছেন তিনি। সামনে পঞ্চায়েত নির্বাচন ও হলদিয়া পুরভোট। তার আগে হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের দায়িত্বে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে রেখে এগোতে চায়  তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জেলা ও ব্লক নেতৃত্বের সমন্বয় বজায় রেখে কাজ করার দায়িতেব কুণাল ঘোষের।


                                                                                                                   


 


নন্দীগ্রামে উত্তেজনা


অন্যদিকে,  শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে নন্দীগ্রামে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী দলনেতা যাওয়ার আগে টেঙ্গুয়া মোড়ে মুখোমুখি তৃণমূল ও বিজেপি। দু’ পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। সমবায় সপ্তাহ উদ্‍যাপন উপলক্ষ্যে এদিন নন্দীগ্রামের ভেকুটিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর।


বিরোধী দলনেতা যাওয়ার পথে টেঙ্গুয়া মোড়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে জড়ো হন তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীরা বাধা দেওয়ায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে দু’ পক্ষকে সরিয়ে দেয়। এর মধ্যেই বেরিয়ে যায় শুভেন্দুর কনভয়।