কলকাতা: রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠাদিবস। মেয়ো রোডে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্য়বারের মতোই, আগামীকাল সেখানে মূল বক্তা মমতা বন্দ্য়োপাধ্য়ায়। থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। ইতিমধ্য়েই জেলা থেকে শহরে আসতে শুরু করেছেন TMCP-র কর্মী সমর্থকরা। এদিকে এই সমাবেশ নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিরোধীরা। 

রাত পোহালেই ২৮ অগাস্ট, তৃণমূলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনে মেয়ো রোডে কর্মসূচিতে উপস্থিত থাকেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। TMCP কর্মী-সদস্য়দের উদ্দেশে বার্তা দেয় শীর্ষ নেতৃত্ব। এ বছর, একদিকে ২৬-এর বিধানসভা ভোটের আগে শেষ ২৮ অগাস্ট। তারওপর, এই দিনেই কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পরীক্ষা নিয়ে অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে বেনজির সংঘাত। এই আবহে, মেয়ো রোডে জোরকদমে চলছে মেগা-সমাবেশের প্রস্তুতি। এ বছর মঞ্চের আকার অন্য় বারের থেকে অনেকটাই বড়। গাঁধী মূর্তির পাদদেশে মূল মঞ্চ, প্য়ান্ডেল চলে গেছে পার্কস্ট্রিট অবধি। মাথার ওপর রয়েছে ছাউনি। মেয়ো রোডের একটা দিক আটকে  মণ্ডপ তৈরি হয়েছে। এখানেই কাল মমতা, অভিষেক ভাষণ দেবেন। এবিষয়ে তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য় সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, "এবারের ২৮ অগাস্ট সমাবেশ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র সমাবেশ হতে চলেছে ভারতবর্ষের নিরিখে, এটা আমি ওপেন চ্য়ালেঞ্জ জানাচ্ছি।''

তৃণমূলকে পাল্টা খোঁচা দিয়েছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন, "তৃণমূলের এই দুর্নীতি, এই রংবাজি, এই অত্য়াচার, এই জুলুম, এই ধর্ষণ চলবে। সেটা যদি চলে সেটাকে চিরস্থায়ী করার জন্য় এই কলেজে কলেজে সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কায়েম করবে'' বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ১৪টি বিষয়ের পরীক্ষা রয়েছে। সমাবেশের কারণে যাতে কোনও সমস্য়া না হয়, তার জন্য় তৃণমূল ছাত্র পরিষদের তরফে হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল - 86704 13778