অর্ণব মুখোপাধ্যায়, আগরতলা, আশাবুল হোসেন, কলকাতা : বাংলার পাশাপাশি, আজ ত্রিপুরাতেও পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foudation Dai)। আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মাঠে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ শান্তনু সেন ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর পাশাপাশি, ত্রিপুরার ১০ হাজারের বেশি শিক্ষকের চাকরি কেড়ে নেওয়ার প্রতিবাদে এদিন পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। ত্রিপুরার ৮টি জায়গায় মিছিল করবে তারা। আগরতলার রাজপথে দিনভর চলবে বিক্ষোভ অবস্থান।
তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবস ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে আগরতলার MBB কলেজ চত্বর। TMCP নেত্রীকে প্রচারে বাধা দেওয়া ও এক তৃণমূল কর্মীরকে মারধরের অভিযোগ ওঠে RSS-এর ছাত্র সংগঠন ABVP ও বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে কলেজের গন্ডগোলে রাজনীতির রং লাগানোর অভিযোগ তোলে বিজেপি।
শনিবার ছাত্র-যুবদের উদ্দেশে ভার্চুয়াল বার্তা দেবেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। দুপুর ২টো নাগাদ ভাষণ দেবেন তৃণমূলনেত্রী। কলকাতা-সহ বিভিন্ন জেলা, মহকুমা, ব্লকে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শোনানো হবে নেত্রীর ভাষণ। ভার্চুয়াল অনুষ্ঠানে অভিনবত্ব আনতে প্রশাসনিক বৈঠকের ধাঁচে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন তৃণমূল নেত্রী।
এর আগে সকালে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ট্যুইট করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বার্তা, ' আমরা সবাই তোমাদের সাফল্য আর দলের প্রতি তোমাদের অবদানে গর্বিত। যে সমস্ত শক্তি গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে যোগ দিতে সব ছাত্রছাত্রীদের কাছে আজকের দিনে আমি আবেদন জানাচ্ছি। '
ট্যুইট করে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, ' আমাদের ছাত্ররা আমাদের গর্ব। তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসে আমি ছাত্রদের অদম্য প্রাণশক্তিকে অভিনন্দন জানাই। আমাদের সবাই মিলে এই দেশকে বৃহত্তর উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসে গেছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তোমরা সকলে তোমাদের ভবিষ্যত পরিকল্পনায় বিপুল সাফল্য পাবে।'
যদিও আজকের কর্মসূচির সমালোচনা করেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বিরোধীরা কিছু করলেই গ্রেফতার করা হচ্ছে। অথচ যারা আইন করেছে তারা মানছে না।'