রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: মুর্শিদাবাদ (murshidabad) থেকে এনে তরুণীকে (woman) মাদক (drug) মেশানো খাবার খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের (rape) পর খুনের চেষ্টার অভিযোগ উঠল হবু স্বামী (to be husband) ও দেওরের ( Brother In Law) বিরুদ্ধে। মৃত্যু নিশ্চিত করতে সিগারেটের ছেঁকাও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। নরেন্দ্রপুরের নতুনহাট এলাকায় গতকাল বিবস্ত্র ও সংজ্ঞাহীন অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নির্যাতিতার অভিযোগ, বিয়ের আগেই তাঁর নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার ঋণ নেন হবু স্বামী। সেই কারণেই খুনের চেষ্টা বলে তরুণীর অভিযোগ। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না দুই অভিযুক্তের। পুলিশ তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। তাঁর নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার ঋণ নেন হবু স্বামী, অভিযোগ তরুণীর। 


কী জানা গেল?
নির্যাতিতা মূলত চার জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাঁকে মাদক মিশিয়ে বেহুঁশ করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে উঠে আসে। গত কাল সকালে নতুনহাট এলাকার একেবারে ফাঁকা মাঠে নির্যাতিতার অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল। আপাতত বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি তিনি। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে তরুণীর নামে বিয়েরআ আগেই যে ঋণ নেওয়া হয়েছিল তা শোধ দিতে না পারাতেই এই হামলা। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এর আগে কার্যত কিছুটা একই ধরনের একটি ঘটনা শোনা গিয়েছিল গত বছর নভেম্বর মাসে। সে বার শহরের উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন তাঁরই হবু স্বামী।


আগেও হইচই...
গত বছর নভেম্বরের ওই ঘটনায় হইচই পড়ে যায়। যে মাসে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল, সেই মাসেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগেই হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে কলকাতার নামী হোটেলের বার ম্যানেজার অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। মহিলা অন্তঃসত্ত্বা (Pregnant) হয়ে পড়লে জোর করে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন অভিজিৎ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। তবে গত কাল নরেন্দ্রপুরে যা ঘটেছিল তার নেপথ্যের কারণ শুনে চমকে উঠছেন অনেকেই।


আরও পড়ুন:বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে গ্রেফতার ঋণ অ্যাপে প্রতারণাচক্রের 'মাস্টারমাইন্ড'