প্রকাশ সিনহা, কলকাতা: দুর্নীতি মামলায় জেল হেফাজতের মেয়াদ শেষে আজ ফের তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষকে আলিপুর আদালতে পেশ করবে সিবিআই। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির কিংপিন কারা? কাদের পকেটে টাকা ঢুকেছে? গত কয়েকদিনের তদন্তে উঠে আসা নতুন তথ্য, পাশাপাশি গোপাল দলপতির সঙ্গে কুন্তলকে বসিয়ে মুখোমুখি জেরায় কী তথ্য উঠে এসেছে, তা কেস ডায়েরির মাধ্যমে আদালতে পেশ করবে কেন্দ্রীয় এজেন্সি। 


নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তল ঘোষের মুখে উত্তরবঙ্গের প্রভাবশালী নেতার নাম! সূত্রের খবর, গতকাল গোপাল দলপতির সঙ্গে মুখোমুখি জেরার সময় কুন্তল বলেন, উত্তরবঙ্গের প্রভাবশালী এক রাজনৈতিক নেতার পিএ কেন ওঁকে টাকা পাঠিয়েছেন, জিজ্ঞাসা করুন। সিবিআই সূত্রের দাবি, এই মর্মে গোপাল দলপতির স্ত্রীর সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। 


নিয়োগ দুর্নীতির মাকড়সার জাল যে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে সেই তথ্য উঠে এসেছে আগেই। এবার সেই নেটওয়ার্কে আরও স্পষ্টভাবে এল উত্তরবঙ্গের নাম! উত্তরবঙ্গের এক রাজনৈতিক নেতার নাম জড়াল স্পাইডার সিল্কে! পাওয়া গেল মুম্বই-কানেকশন! সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীদের জেরার মুখে, উত্তরবঙ্গের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম করেন কুন্তল ঘোষ।


সেই সূত্রেই সামনে এসেছে, গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী-র নামে নথিভুক্ত মুম্বইয়ের এক সংস্থার নাম। সিবিআই সূত্রের খবর, গোপাল দলপতির ব্যাঙ্ক স্টেটমেন্ট পরীক্ষা করে দেখা গেছে, উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতার, পিএ-র অ্যাকাউন্ট থেকে, ৩৯ লক্ষ টাকা পাঠানো হয়েছে মুম্বইয়ের ওই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সবমিলিয়ে বিভিন্ন সময়ে ওই অ্যাকাউন্টে জমা পড়া টাকার অঙ্ক প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ। 



মঙ্গলবার কুন্তল ঘোষের সঙ্গে গোপাল দলপতিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের দাবি, প্রশ্নোত্তর পর্বে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয় কুন্তল ও গোপালের মধ্যে! সেই সময় কুন্তল বলে ওঠেন, উত্তরবঙ্গের প্রভাবশালী এক রাজনৈতিক নেতার পিএ কেন ওঁকে টাকা পাঠিয়েছেন, জিজ্ঞাসা করুন। গোপাল দলপতিকে চেপে ধরেন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রের খবর, সেই বিষয়ে প্রশ্ন করা হলে, গোপাল দলপতি উত্তর দেন, তাঁর ঠিক মনে পড়ছে না! মনে হচ্ছে ব্যবসার টাকা! গোয়েন্দারা তখন, গোপালকে সেই সংক্রান্ত ব্যবসায়িক নথি নিয়ে বুধবার ফের নিজাম প্যালেসে আসার নির্দেশ দেন। গোপাল বলেন, বুধবার আসতে পারবেন না। দিল্লি যেতে হবে। সিবিআই অফিসাররা স্পষ্ট জানিয়ে দেন, দিল্লি যেতে হবে না। বুধবার নথি নিয়ে আসতেই হবে!


নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে এসেছে! কৌতুহলের বিষয়, কুন্তল বর্ণিত, উত্তরবঙ্গের সেই প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম কী?


গোপাল দলপতির সঙ্গে সেই নেতার যোগসূত্র কী? কাদের কাদের কাছ থেকে তোলা হয়েছিল লক্ষ লক্ষ টাকা? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।