আবির দত্ত, কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় আজও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mullick) জেরা করবেন ED-র অফিসাররা। সূত্রের খবর, গতকাল মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের কাছ থেকে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। অভিজিতকে জিজ্ঞাসাবাদও করেছেন ED-র অফিসাররা। ED সূত্রে খবর, সেই সমস্ত নথি ও অভিজিতের বয়ান সামনে রেখে ফের জেরা করা হবে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। পাশাপাশি, এদিন জ্যোতিপ্রিয়কে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষাও করা হতে পারে।
হেফাজতে পেয়েই জেরা: অ্যাপোলো হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। রাতেই সিজিও কমপ্লেক্স নিয়ে আসা হয় তাঁকে। আজ সকাল ১০-সাড়ে ১০টা থেকে শুরু হতে চলেছে জেরা পর্ব। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই মন্ত্রীর আপ্ত সহায়ক বেশকিছু নথি দিয়েছেন। সেই সব নথি সামনে রেখে জেরা করা হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। জানতে চাওয়া হতে পারে, যে সম্পত্তিগুলির নথি মিলেছে, সেগুলি কাদের নামে? কীভাবে সেই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে? রেশন বণ্টন দুর্নীতির টাকা কোথায় গিয়েছে? ৩-৪ জন আধিকারিক প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জেরা করবে বলে ইডি সূত্রের খবর। তাঁকে দেওয়া হয়েছে বাড়ির খাবার ও পোশাক।
দফায় দফায় জেরা জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ককেও: পাশাপাশি কাল ফের ED দফতরে তলব করা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে ও প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে। সোমবার অমিত দে ED আধিকারিকদের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। বাকিবুরের মাধ্যমে তিনি টাকা তুলেছিলেন কি না? রেশন দুর্নীতির টাকায় তিনিও কি লাভবান হয়েছিলেন? ইডি সূত্রে খবর জ্য়োতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে'র কাছে জানতে চান আধিকারিকরা। এর আগে অভিজিৎ দাসকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশিতেই একটি মেরুন ডায়েরির হদিশ মেলে। যেখানে 'বালুদা' নামের উল্লেখ পাওয়া যায়।
উল্লেখ্য, রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে গতকালই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, যদি বালু দোষ করে থাকে তাহলে আমি পাশে দাঁড়াবো না। দোষ প্রমাণিত হলে দলও পাশে দাঁড়াবে না।