থমথমে কালিয়াগঞ্জ থানা চত্বর


গতকাল কুরুক্ষেত্রর পর আজ থমথমে কালিয়াগঞ্জ থানা চত্বর। এখানে-ওখানে পড়ে রয়েছে ইটের টুকরো। সেগুলি কুড়িয়ে থানা চত্বর পরিষ্কার করছেন পুলিশ কর্মীরাই। মাটিতে পড়ে রয়েছে পুলিশের খাকি উর্দি। কালিয়াগঞ্জ থানার SI নেফাজুল হকের কোয়ার্টারও জ্বালিয়ে দেওয়া হয়। কোয়ার্টারের অবস্থা দেখে আতঙ্কিত ওই পুলিশ কর্মীর পরিবার। 

৩০ জন গ্রেফতার

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল ঘিরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াগঞ্জ। কার্যত কালিয়াগঞ্জ থানার দখল নেয় বিক্ষোভকারীরা। থানা চত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে চলে অবিরাম ইটবৃষ্টি। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। 

খোঁজ নিলেন রাজ্যপাল


কালিয়াগঞ্জের ঘটনার বিষয়ে খোঁজ নিলেন রাজ্যপাল। মুখ্যসচিব এবং ডিজিপি-র কাছে বিষয়টি নিয়ে খোঁজ নিলেন রাজ্যপাল। রাজ্যের তরফে কী পদক্ষেপ করা হয়েছে রাজ্যপালকে জানিয়েছেন মুখ্যসচিব। রাজ্যপাল কথা বলেন এনসিপিসিআর-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর সঙ্গেও। অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে রাজ্যপালকে আশ্বস্ত করেছেন ডিজিপি। খবর সূত্রের।

আক্রান্ত পুলিশ, ভাইরাল ভিডিও



কালিয়াগঞ্জে প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়েও রেহাই পেল না পুলিশ। থানাপাড়ায় শুকদেব ও অনিতা পালের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন পুলিশ কর্মী ও র‍্যাফের জওয়ানরা। প্রাণ বাঁচাতে তাঁরা লুকিয়েছিলেন খাটের তলায়। দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পুলিশ কর্মীদের টেনে বের করে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা। সামনে এল ভাইরাল ভিডিও। 


ASI অর্ণব চক্রবর্তীকে ক্লোজ


নরেন্দ্রপুরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত ASI অর্ণব চক্রবর্তীকে ক্লোজ করা হল। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারী অফিসারের দায়িত্বে নরেন্দ্রপুর থানার SI সুশোভন সরকার। 


হাজিরা দিলেন অয়ন শীলের ছেলের বান্ধবী


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র তলবে হাজিরা দিলেন অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইমনের সঙ্গে ছিলেন তাঁর বাবা, বিভাস গঙ্গোপাধ্যায়। ইডি সূত্রে খবর, বিভাস পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা। এদিন ইডি অফিসাররা সিজিও কমপ্লেক্সে দফতরে ঢোকার আগেই সকাল সাড়ে ৬টা নাগাদ পৌঁছে যান বাবা ও মেয়ে। 


গণইস্তফা দিলেন একঝাঁক তৃণমূল নেতা


তুফানগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা শুরুর আগেই গণইস্তফা দিলেন একঝাঁক তৃণমূল নেতা। পদত্যাগীদের মধ্যে রয়েছেন তুফানগঞ্জের ধলপল ১ নম্বর অঞ্চলের বুথ সভাপতি, অঞ্চল কমিটির সম্পাদক থেকে শুরু করে ৩২ জন পদাধিকারী। 


আজ পুনর্নির্বাচন


তৃণমূলে নবজোয়ার যাত্রায় গণভোটে পঞ্চায়েতের প্রার্থী বাছাই কর্মসূচিতেও গোষ্ঠীকোন্দল অব্যাহত। গতকাল মাথাভাঙা কলেজ মাঠে ব্যালট বাক্স ভাঙচুর থেকে হাতাহাতি, বাদ যায়নি কিছুই। সাহেবগঞ্জ ও গোসানিমারি, দুটি জায়গাতেই একই ঘটনা ঘটে। আজ সেখানে পুনর্নির্বাচন হবে। 


হাতিয়ার অডিও ক্লিপ


নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের অন্যতম হাতিয়ার হতে চলেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোনের অডিও ক্লিপ। সিবিআই সূত্রের খবর, বড়ঞার বিধায়কের ফোন উদ্ধার করে প্রাথমিকভাবে কোনও অডিও ক্লিপ মেলেনি। পরে দিল্লির বিশেষজ্ঞকে আনিয়ে মুছে দেওয়া অডিও ক্লিপ উদ্ধার করা হয়। 


সপ্তাহশেষে বৃ্ষ্টি 

শুক্র-শনিবারে ফের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ফের পারদ উঠতে পারে ৩৮-৩৯ ডিগ্রিতে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বুধবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকবে।