কলকাতা: রবিবার রাজ্যের কোথায় কী কী হল? এক নজরে দেখে নিন সেই খবর- 


 


দুর্ঘটনা এড়াল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস


বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে ঢোকার আগে পুরীগামী চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায়। দুটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন। রাত ১টা ৫ মিনিটে দুর্ঘটনা ঘটে। সেইসময় ঘুমিয়ে ছিলেন যাত্রীরা।টের পেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খুলে যাওয়া বগিদুটি থেকে যাত্রীদের নামিয়ে খড়গপুর থেকে বগি আনা হয়। প্রায় ৫ ঘণ্টা পর, সকাল সোয়া ৬টা নাগাদ ফের পুরীর উদ্দেশে রওনা দেয় হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কাপলিং খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই ট্রেন দাঁড়িয়ে যায়।পরে খড়গপুরে নিয়ে গিয়ে তা মেরামত করা হয়। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।


সাতসকালে নিউটাউনে দুর্ঘটনা


সাতসকালে নিউটাউনে দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২ জন চালক। ভোর ৫টা নাগাদ অ্যাক্সিস মলের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গতিতে যাচ্ছিল BMW।উল্টোদিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর, ট্রাফিক সিগনাল বুথেও ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি। দুটি গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নিউটাউন থানার পুলিশ। ট্রাফিক সিগনাল বুথটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। 


নজরে অভিষেক


কখনও আক্রমণ করলেন শুভেনদু অধিকারীকে। কখনও আবার অমিত শাহর ছেলেকে। প্রায় ১০ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। নিশানা করলেন বিচারব্যবস্থার একাংশকেও। পাল্টা, জবাব দিয়েছে বিরোধীরা। দিল্লি হোক বা কলকাতা। ED হোক বা CBI. বারবার কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পরণে কালো শার্ট বা টি-শার্ট। বারবার এই কালো জামা পরার নেপথ্য়ে কোনও রহস্য রয়েছে? রয়েছে কোনও বিশেষ তাৎপর্য? 


মদনের বিরুদ্ধে এফআইআর


সন্ধেয় কুণাল ঘোষের অফিসে মদন মিত্র। সমস্যা হয়েছিল, এখন মিটে গেছে বললেন কুণাল ঘোষ। যদিও, মদন মিত্র এখনই চ্যাপ্টার ক্লোজ করতে রাজি নন। ভবানীপুর থানায় মদন মিত্রের বিরুদ্ধে FIR করেছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ।


তলবে সময়-বিতর্ক!


তলবের আগে এক দিনও সময় দেওয়া হয়নি। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে এই অভিযোগ তুলে, CBI-কে কার্যত পত্রাঘাত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নের মুখোমুখি হওয়ার পরও একই অভিযোগ তুললেন তিনি। পঞ্জিকা দেখে তলব করবে না CBI. পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। 


মদনের বিস্ফোরণ!


এসএসকেএমে রোগী ভর্তি নিয়ে সংঘাত চরমে! সুর সপ্তমে তুলে সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বললেন, তৃণমূল কারও ব্যক্তিগত দল নয়! চ্যালেঞ্জ ছুড়লেন, চাইলে বিধায়ক ও দলীয় পদ ছেড়ে দিতেও তিনি প্রস্তুত! মদন মিত্রর এই বিদ্রোহের সুর নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে।


'কালীঘাটের কাকু'র বাড়িতে ED


নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ি, ফ্ল্যাট-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি। সূত্রের দাবি, নামে-বেনামে তাঁর ১২টি সম্পত্তির হদিশ মিলেছে। কিন্তু এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এল? খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের দাবি, সুজয় কৃষ্ণের বয়ানেও মিলেছে অসঙ্গতি!   


নোট বাতিলে বিতর্ক


ফের তুঘলকি আচরণ! এই সরকারের ঘনিষ্ঠ পুঁজিপতি গোষ্ঠীর কাজকর্ম আড়াল করতেই এই সব পদক্ষেপ। ২০০০ টাকার নোট বাতিল নিয়ে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব বিজেপির। তুঙ্গে রাজনৈতিক তরজা।


কোচবিহারের ভেটাগুড়িতে বোমা বিস্ফোরণ


এগরাকাণ্ডের রেশ কাটার আগেই কোচবিহারের ভেটাগুড়িতে বোমা বিস্ফোরণ। মাটি কাটতে গিয়ে গুরুতর আহত হন এক শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে বাড়ির পাশে পুকুর খোঁড়ার কাজে মাটি কাটছিলেন মুজফ্ফর মিঞা। কোদাল চালাতে গিয়ে বোমা ফেটে জখম হন বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি। বিস্ফোরণে হাত ও মুখ ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা মাটির নীচে বোমা পুঁতে রেখেছিল, খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ। 


‘তিহাড়ে যাবে নবজোয়ার’


অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য। যাঁরা জিজ্ঞাসাবাদ করলেন তাঁদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, নব জোয়ারের যাত্রাপথ তিহাড়ের দিকে এগোচ্ছে।