আজ উচ্চমাধ্যমিকের ফল


আজ প্রকাশিত হবে উচ্চমাধমিকের ফল। বেলা ১২টায় ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মার্কশিট মিলবে ৩১ মে।

বাজির আগুনে মৃত ২


এগরা, বজবজের পর এবার মালদার ইংরেজবাজার। পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে মার্কেটে বাজির দোকানে আগুন। পরপর বিস্ফোরণে ঝলসে গিয়ে মৃত্যু হল দুজনের। সূত্রের দাবি, কার্বাইড থেকে বিস্ফোরণের জেরে আগুন লাগে। এ নিয়ে গত সাত দিনে রাজ্যে প্রাণ হারালেন ১৬ জন।


পুলিশের ভূমিকায় প্রশ্ন
'পুলিশ সব জেনেও কোনও ব্যবস্থা নেয়নি' এগরাকাণ্ডে বিস্ফোরক অভিযোগ তুললেন স্বজনহারা পরিবারের একাংশ। সব জেনেও কেন চুপ ছিল পুলিশ? নেপথ্যে কি টাকার খেলা? উঠছে প্রশ্ন।তৃণমূলের আমলে জতুগৃহ বাংলা। আক্রমণে বিরোধীরা। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। 

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি


২-৩ দিন দেখব, এটা ধমক নয়, এরপর থানা অভিযান হবে। এগরা থানায় গিয়ে এভাবেই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। নাটক করছেন শুভেনদু। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এগরা বিস্ফোরকাণ্ডের প্রতিবাদে, শুভেনদু অধিকারীর নেতৃত্বে এগরা বাসস্ট্যান্ড থেকে দিঘা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি।


বোমাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা!


দুবরাজপুর বিস্ফোরণকাণ্ডে এবার গ্রেফতার এক তৃণমূল নেতা। ধৃত শেখ মইনুদ্দিন ওরফে মুন্না তৃণমূলের দুবরাজপুর ব্লক কমিটির সদস্য। এই নিয়ে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার হলেন তৃণমূলের এক নেতা ও এক কর্মী।



নবান্নে মমতা-কেজরি বৈঠক


চব্বিশের লোকসভা ভোটের আগে নবান্নে বৈঠক করে বিজেপি বিরোধী শিবিরের ঐক্য় তুলে ধরার চেষ্টা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অরবিন্দ কেজরিওয়াল। মুখে বিরোধিতার কথা বললেও, বিভিন্ন রাজ্য়ে বারবার বিরোধী ভোট ভাগ করে, বিজেপির সুবিধা করে দিয়েছে তৃণমূল ও আপ। অভিযোগ, সিপিএম-কংগ্রেসের। এই তত্ত্ব মানতে নারাজ তৃণমূল।


রক্তে লেখা চিঠি!


কালীঘাটে পুজো দেওয়া হল। হাতে থালা নিয়ে মুখে কালি মেখে প্রতিবাদ জানানো হল। রক্ত দিয়ে চিঠি লেখা হল মুখ্য়মন্ত্রীকে। আন্দোলনের আটশো দিনে, প্রতিবাদ জানাতে এমনই অভিনব পন্থা নিলেন এসএসসির চাকরিপ্রার্থীরা।


দেহ হস্তান্তরে নয়া নির্দেশিকা


জলপাইগুড়ি ও কালিয়াগঞ্জের ঘটনার পর দেহ ছাড়ার ক্ষেত্রে হাসপাতালগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হলে তবেই মৃতদেহ হাসপাতাল থেকে ছাড়তে হবে। স্পষ্ট জানানো হল নির্দেশিকায়।


শেষ রক্ষা হল না


পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র, তাও শেষ রক্ষা হল না। মঙ্গলবার, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল বাইক দুর্ঘটনায় আহত শুভদীপ পালের। শুক্রবার, মাঝরাতে ওই যুবককে ভর্তি করাতে গিয়ে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে বেনজির সংঘাতে জড়ান তৃণমূল বিধায়ক।

অবৈধ নির্মাণ ভাঙা শুরু


হাইকোর্টের নির্দেশে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বি টি রোড ক্যাম্পাসে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির পার্টি অফিস ভাঙা শুরু হল। মঙ্গলবার পুলিশি নিরাপত্তায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলেন কলকাতা পুরসভার কর্মীরা। হেরিটেজ ভবন ভেঙে পার্টি অফিস তৈরির অভিযোগে হাইকোর্টে দায়ের হয় মামলা।


ডিএ আন্দোলনে আর্থিক তছরুপ?


ডিএ আন্দোলনের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ। এমনই বিস্ফোরক অভিযোগ করেন এক সরকারি কর্মী। এবার অডিট রিপোর্ট প্রকাশ করে অভিযোগ ওড়ালেন আন্দোলনকারীরা। শাসক দলের মদতে আন্দোলন ভন্ডুল করার চেষ্টা বলেও তোপ দেগেছেন ভাস্কর ঘোষ। পাল্টা আন্দোলনকারীদের সঙ্গে বিজেপি
যোগের দাবি অভিযোগকারীর।