১) নজরে তাপস ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha) ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের (Prabir Kayal) ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সন্দেহের কারণ, প্রবীরের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন। সিবিআইয়ের দাবি, ২০২২-এর ১৬ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল, এই ২ মাসে প্রবীরের একটি অ্যাকাউন্টেই ঢুকেছিল ১ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার টাকা (SSC Case)।কী কারণে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকল, তা খতিয়ে দেখছে সিবিআই। সূত্রের খবর, এর পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে বিধায়ক তাপসের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।


২)কালিয়াগঞ্জে জারি ১৪৪ ধারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Kaliaganj Minor Murder) অভিযোগ ঘিরে দু’দিন ধরে উত্তপ্ত রয়েছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জ। কখনও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কখনও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ৭ দিনের জন্য কালিয়াগঞ্জের একাংশে ১৪৪ ধারা (Section 144 Imposed) জারি করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আজই ঘটনাস্থলে যাওয়ার কথা জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিদলের। ইতিমধ্যে কালিয়াগঞ্জ পৌঁছেছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। তবে ১৪৪ ধারা জারি হওয়ায় কমিশনের সদস্যরা বাধা পান কি না, সেটাই দেখার। যদিও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন, নিয়ম মেনে চার প্রতিনিধি যেতে চাইলে প্রশাসনের কোনও আপত্তি নেই।


৩)রথযাত্রার প্রস্তুতি শুরু মাহেশে
খাতায় কলমে এখনও দু'মাস বাকি রথযাত্রার (Rath Yatra 2023)। তবে হুগলির মাহেশে তার প্রস্তুতি শুরু হয়ে গেল। রবিবার সেখানে সূচনা চন্দনযাত্রার। আগামী ৪২ দিন ধরে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন চলবে। তাকে ঘিরে সাজ সাজ রব পড়ে গিয়েছে। সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ছে (Hooghly News)।এই চন্দনযাত্রা শেষ হলে, তার পর শুরু হবে স্নানযাত্রা উৎসব। গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করানো হবে জগন্নাথ দেবকে। রীতি মেনে, স্নানের পর কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথের। তাই দু’সপ্তাহ মন্দিরের দরজা বন্ধ থাকে। ভক্তদের দেখা দেন না জগন্নাথ। কবিরাজের পাঁচন খেয়ে জগন্নাথ দেবের জ্বর সারে বলে কথিত রয়েছে। তার পরই মন্দিরের দরজা খোলে। এর পর রথে চেপে বলরাম, সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ (Jagannath Rath Yatra)। 


৪)বৃষ্টিতে ভিজল মহানগর
অবশেষে স্বস্তির বারিধারা কলকাতায়। রবিবার ভোরের বৃষ্টি ও ভেজা হাওয়ায় ঝলসানো শহরের বুকে আরামের আমেজ। এবার এপ্রিলের গোড়া থেকেই পড়ি কি মরি করে উঠতে শুরু করেছিল পারদ। ভোরের আলো ফুটতে না ফুটতেই ফলার মতো বিঁধছিল রোদ। তার উপর আবার উদ্বেগের খবর শুনিয়েছিল আবহাওয়া দফতর (IMD)। হালেই তারা জানিয়েছিল, টানা পাঁচ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। চৈত্র-শেষেই কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। সব নিয়ে দুর্ভোগ ছিল চরমে। রবিবারের বৃষ্টি ঝলসে যাওয়া শহরের বুকে শান্তির আমেজ ফিরিয়েছে। কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে কি? কেমন থাকবে মহানগর?


৫)করোনায় মৃত্যু রাজ্যে
রাজ্য়ে একই দিনে দুই করোনা আক্রান্তের মৃত্যু হল (COVID Deaths)। দমদমের ৮০ বছরের বৃদ্ধের পর, এবার খড়দার বাসিন্দা ৯২ বছরের বৃদ্ধার মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালে। এ পরিস্থিতিতে বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা (Kolkata News)। যত সময় যাচ্ছে বাড়ছে উদ্বেগ।