নয়াদিল্লি: 'সিঙ্ঘম' (Singham) অনুরাগীদের জন্য সুখবর। ফের এক হতে চলেছেন রোহিত শেট্টি (Rohit Shetty) ও অজয় দেবগণ (Ajay Devgn)। এবার আসছে 'সিঙ্ঘম এগেন' (Singham Again)। ঘোষণা হয়ে গেল মুক্তির তারিখও। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ কী বললেন?


আসছে 'সিঙ্ঘম এগেন'


ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন পোস্ট করে সিঙ্ঘমের ব্যাপারে খবর দেন বিস্তারিত। ফের এক হতে চলেছেন রোহিত শেট্টি ও অজয় দেবগণ। আবারও পর্দায় অ্যাকশন দেখতে মুখিয়ে থাকবেন দর্শক। 


তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে 'সিঙ্ঘম এগেন'। রোহিত শেট্টির 'সিঙ্ঘম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হবে এটি। 


তরণ আদর্শ এদিন রোহিত শেট্টির সঙ্গে অজয় দেবগণের একটি ছবি পোস্ট করে লেখেন, 'এক্সক্লুসিভ... অজয় দেবগণ - রোহিত শেট্টি: সিঙ্ঘম এগেন আসছে ২০২৪ সালের স্বাধীনতা দিবসে... রোহিত শেট্টির দুর্দান্ত সফল সিঙ্ঘম ফ্র্যাঞ্চাইজির তৃতীয়াংশ সিঙ্ঘম এগেন, ২০২৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাবে। অজয় দেবগণ ফিরবেন বাজিরাও সিঙ্ঘম হিসেবে... শুরু হচ্ছে ২০২৩ সালের অগাস্টে।'


'সিঙ্ঘম এগেন' ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গত বছরের ডিসেম্বর মাসে এই ঘোষণা করা হয়। তাঁকেও ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে। 


'সিঙ্ঘম এগেন' মুক্তি পাবে ২০২৪ সালের ১৫ অগাস্ট, যা বৃহস্পতিবার। মনে করা হচ্ছে দীর্ঘতর উইকেন্ডের ব্যবসা পাওয়ার আশায় বৃহস্পতিবার বেছে নিয়েছেন নির্মাতারা।


 






অন্যদিকে অজয় দেবগণকে শেষ দেখা গিয়েছিল 'অ্যাকশন ড্রামা' ঘরানার ছবি 'ভোলা'য়। বক্স অফিসে বিশেষ ভাল লাভ করতে পারেনি যদিও সেই ছবি। প্রায় দুই সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলার পর বিশ্বজুড়ে মোট আয়ে ১০০ কোটির গণ্ডি পার করতে পেরেছে এই ছবি। তাঁর আগামী ছবি 'ময়দান', চলতি বছরের ২৩ জুন মুক্তি পাওয়ার কথা। এর পর অজয়ের ঝুলিতে রয়েছে নীরজ পাণ্ডে পরিচালিত 'অরো মে দম থা', তব্বুর সঙ্গে। 


আরও পড়ুন: Tunisha Sharma: 'যে দূরে রয়েছে...', খুশির ইদে তুনিশা শর্মার স্মরণে শিজান খান


এদিকে, দীপিকা পাড়ুকোনকে শেষ দেখা গিয়েছে শাহরুখ খানের সঙ্গে সুপারহিট ছবি 'পাঠান'-এ। এরপর তাঁকে হৃত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার' ছবিতে। তাঁর ঝুলিতে রয়েছে প্রভাসের সঙ্গে 'প্রজেক্ট কে' ছবিটিও।


রোহিত শেট্টির শেষ মুক্তি ছিল 'সার্কাস'। রণবীর সিংহকে নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে দর্শকের জন্য 'মশলা' ছবি তৈরির জন্য বিখ্যাত তিনি। অ্যামাজন প্রাইমের জন্য 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজ তৈরি করছেন তিনি যেখানে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্র, শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয়কে।