ভোট হতেই এনআইএ-র হাতে তৃণমূলের প্রার্থী গ্রেফতার। বীরভূমে গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী মনোজ ঘোষ। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে গ্রেফতার করল এনআইএ। নলহাটি থানায় ডেকে পাঠিয়ে গ্রেফতার করা হয়েছে মনোজ ঘোষকে। তৃণমূল প্রার্থীর পাথর খাদান থেকে প্রচুর বিস্ফোরক বাজেয়াপ্ত করেছিল এনআইএ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক, আগ্নেয়াস্ত্র, কার্তুজ। কেন ভোটের মুখে মজুত করা হয়েছিল প্রচুর বিস্ফোরক? তদন্তে এনআইএ।.
ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন
ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন। 'ভোটে এমন হিংসা দেশে কোথাও হয় না'। 'গণতন্ত্রের উৎসবে এত মৃত্যু! এই সংস্কৃতির বদল দরকার'। 'এত প্রাণ কেন কেন যাবে! এটা মনীষীদের পীঠস্থান'। 'এই বাংলায় পরিবর্তন দরকার'। 'আবার আমরা মিছিল করব, যেমন আগে নেমেছিলাম'।
এগরায় স্ট্রং রুমের বাইরে বিজেপির বিক্ষোভ
এগরায় স্ট্রং রুমের বাইরে বিজেপির বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য় করে ইটবৃষ্টি। পাল্টা ব্য়াপক লাঠিচার্জ করল পুলিশ। স্ট্রং রুমের ভিতর ব্য়ালট বক্স বদলে দিচ্ছে তৃণমূল, এই অভিযোগ তুলে, রবিবার গভীর রাতে এগরা দু'নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ হঠানো শুরু করলে, পুলিশকে লক্ষ্য় করে ইট ছুড়চে থাকে গেরুয়া বাহিনী। পাল্টা লাঠিচার্জ করে বিক্ষোভ হঠিয়ে দেয় পুলিশ।
ব্যালট বাক্স পাল্টানোর অভিযোগে লালগোলা এম এন একাডেমীর স্ট্রং রুমের সামনে বিক্ষোভ
ব্যালট বাক্স পাল্টানোর অভিযোগে লালগোলা এম এন একাডেমীর স্ট্রং রুমের সামনে বিক্ষোভ। বিক্ষোভ কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের। তাদের অভিযোগ কিছু অব্যবহৃত ব্যালট বাক্স রাতের অন্ধকারে কারোর সাথে কিছু আলোচনা না করে লালগোলার বিডিও তার অফিসে নিয়ে আসছিল, তখন রাস্তায় এই গাড়ি দেখার সাথে সাথে কংগ্রেস সিপিআইএম কর্মীরা মিলে গাড়িটিকে আটকায় এবং বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখায়। বেশ কিছু ব্যালট বাক্সতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর করা ছিল। বিক্ষোভকারীদের দাবি ব্যালট পাল্টানোর জন্যই এই ব্যাবস্থা। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।