কেন্দ্রীয় বাহিনী তরজা:
ভোটের আগেই একের পর এক প্রাণহানি, বেলাগাম হিংসা। কোর্টের নির্দেশের পরেও পঞ্চায়েত ভোটে জেলাপ্রতি মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ভোটারের নিরাপত্তায় মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। এছাড়া ৬ জেলায় ১ কোম্পানি করে রাজ্য়ের স্পেশালাইজড ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত। বীরভূম, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে থাকবে রাজ্যের স্পেশালাইজড ফোর্স। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে রাজ্যের স্পেশালাইজড ফোর্স, সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সমন্বয়ের দায়িত্বে বিএসএফের আই জি (কলকাতা) এস সি বুডাকোটি । ২০১৩-র পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় ছিল ৮২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২০২৩-এ লাগাতার অশান্তির পরেও মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন। আদালতের নির্দেশের পরেও কেন কেন্দ্রীয় বাহিনীতে অনীহা কমিশনের, উঠছে প্রশ্ন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানাল রাজ্য নির্বাচন কমিশন।


ক্ষোভ তৃণমূল বিধায়কের:
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী? ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা তৃণমূল বিধায়কের। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিধায়ক পদ ছাড়ারও ইচ্ছে ছিল। কিন্তু আগের চাকরির পেনশন, গ্র্যাচুইটি পাই না, তাই ছাড়তে পারছি না। বিধায়ক পদ ছাড়লে খাব কী? পেনশন শুরু হলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াব। এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়। ফেসবুক পোস্টে বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সম্প্রতি পঞ্চায়েতের টিকিট পাওয়া নিয়ে ব্লক সভাপতির সঙ্গে সংঘাতে জড়ান তৃণমূল বিধায়ক। ফেসবুকে পোস্ট করলেও, দলকে কিছু জানাননি, প্রতিক্রিয়া তৃণমূল জেলা নেতৃত্বের। 


রাজভবনে পিস রুম:
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে বাড়ছে হিংসা, হানাহানি। রাজভবন সূত্রে খবর, অশান্তির খবর দিতে শান্তিকক্ষে ২ ঘণ্টায় গড়ে ৬০টি করে ফোন আসছে। কেউ প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করছেন। কেউ আবার লাগামছাড়া সন্ত্রাসে আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযোগের ধরন অবাক করেছে রাজভবনের পিস রুমে কর্মীদের। রাজভবন সূত্রে খবর, তদারকিতে আসছেন স্বয়ং রাজ্যপাল। গতকাল যোগব্যায়ামের পোশাক পরেই পিস রুমে যান সি ভি আনন্দ বোস। তাঁকে দেখে কিছুটা হকচকিয়ে যান শান্তিকক্ষের কর্মীরা। পিস রুম এখন অ্যাকশন সেন্টারে পরিণত হয়েছে বলে রাজভবন জানিয়েছে। 


ভাঙড়ে মনোনয়ন বিতর্ক:
মনোনয়ন-পর্বে ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি ধরা পড়লেও লাস্ট ল্যাপে অনেকটাই পিছিয়ে বিরোধীরা। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে বাম, আইএসএফ প্রার্থীদের একাধিক মনোনয়ন বাতিল করা হয়েছে। এর ফলে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বেশ কিছু গ্রাম পঞ্চায়েতেও একই ফল। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি বিষয়টি নিয়ে আজই আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন। বিরোধী প্রার্থীদের সময়সীমা পেরিয়ে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ নির্বাচন কমিশনে জানিয়েছিল তৃণমূল।  এবার নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধেও খুনের মামলা পুলিশের। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের ঘটনায় ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে মামলা।


ফের তলব করল CBI:
নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ১৫ জুন মণীশ জৈনকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, শিক্ষাসচিবের জবাবে সন্তুষ্ট নন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাই ফের তলব করার পাশাপাশি, এবার বেশ কিছু নথিও চাওয়া হয়েছে। সিবিআইয়ের দাবি, নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সমস্ত নথি কোথায় গেল, তার ব্যাখ্যা চাওয়া হয় শিক্ষাসচিব মণীশ জৈনের কাছে। সিবিআই সূত্রে খবর, ফাইল পর্ব কোথা থেকে শুরু হত, কোথায় পৌঁছত, ফাইল পাস করানোর ম্যানুয়াল সম্পর্কেও জানতে চাওয়া হবে।


আরও পড়ুন- '১৩-র জেলা পিছু কেন্দ্রীয় বাহিনীর অর্ধেকরও কম এবার গোটা রাজ্যের জন্য ? কী বার্তা নির্বাচন কমিশনারের