কলকাতা: শনিবার রাজ্যের কোথায় কী কী হল? এক নজরে দেখে নিন সেই খবর- 


 


জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না', ইদে মমতার বার্তা


রমজান (Ramadan) মাসের শেষে আজ খুশির ইদ (Eid)। সকালে কলকাতার রেড রোডে (Red Road) নমাজ (Namaz) পড়েন কয়েক হাজার মানুষ। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না। রেড রোডে ইদের অনুষ্ঠানে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর পার্ক সার্কাসের একটি মসজিদে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে যান প্রয়াত রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়ে তাঁর মাকে ইদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 


'মুখ্যমন্ত্রীর হাত মাথায়'


তল্লাশিতে মেলেনি কিছুই। তাঁর দলকে দরকার নেই, দলের তাঁকে দরকার, বিস্ফোরক তাপস। পাশাপাশি তিনি এও বলেন, মুখ্যমন্ত্রীর হাত মাথার উপরে, অভিষেকের ব্যাপারে জানি না। সিবিআইয়ের ম্যারাথন তল্লাশির সময় ফোন করে খোঁজ নেয়নি কেউ, অভিমানী তাপস। 


দুটি ফোন সিবিআই হেফাজতে, তৃতীয় ফোন কিনলেন তাপস 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযান চালাতে এসে তাপস সাহার দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। তৃতীয় ফোন কিনতে এদিন সকালে দোকানে হাজির হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক।
তবে স্মার্ট ফোন নয়, এবার কিনলেন সাধারণ ফোন। ইদ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়ের দরকার রয়েছে, এটা ব্যক্তিগত বিষয়, সকলের সঙ্গে যোগাযোগ রাখা দরকার। তাই মোবাইল ফোন, সিমকার্ড দুটোই প্রয়োজন, জানালেন তেহট্টের তৃণমূল বিধায়ক। 


ইদে রেড রোডে মুখ্যমন্ত্রী, এনআরসি নিয়ে হুঙ্কার


রমজান মাসের শেষে আজ খুশির ইদ। সকালে কলকাতার রেড রোডে নমাজ পড়েন কয়েক হাজার মানুষ। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না। রেড রোডে ইদের অনুষ্ঠানে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পার্ক সার্কাসের একটি মসজিদে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে যান রিজওয়ানুর রহমানের বাড়িতে ইদের শুভেচ্ছা জানাতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সংবিধান, ইতিহাস, পাল্টানো হচ্ছে। আনা হচ্ছে এনআরসি। মানবে না পশ্চিমবঙ্গ। নাম না করে বিজেপিকে নিশানা মমতার। 


আবহাওয়ার মতি-বদল


ইদের দিনে খুশির খবর। আজ থেকে বদলাবে আবহাওয়ার মতি-গতি। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,হাওড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম. দক্ষিণবঙ্গের এই ৮ জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কাল ও সোমবার কলকাতা-সহ দক্ষিণেবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা হাওয়ার গতিবেগ বাড়াবে। কাল উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। অন্যদিকে, মধ্য ভারতের বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। জোড়া ফলার জেরেই এই হাওয়া বদল। 


অন্যায় না করলে, ভয় কী? তাপসকে ফিরহাদ


সমালোচনা থাকবে, ষড়যন্ত্র থাকবে। এসব উপেক্ষা করতে হবে। অন্য়ায় না করলে, ভয় কী? তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার দলের প্রতি অভিমান প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।


জারি ডিএ আন্দোলন


হাইকোর্টের নির্দেশে বকেয়া DA নিয়ে নবান্নের বৈঠকে মেলেনি সমাধানসূত্র। আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। এবার লাগাতার ধর্মঘট ও ডিজিটাল অসহযোগিতার মেয়াদ বাড়ানোর হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে ৮৬ দিনে পড়ল ধর্না-অবস্থান। বকেয়া DA-র দাবিতে ৬ মে মহামিছিলেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের অভিযোগ, সমাধান খোঁজবার সদিচ্ছাই নেই রাজ্য সরকারের। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য়ের মধ্য়ে DA-র ফারাক ৩৬ শতাংশ। সূত্রের খবর, গতকাল নবান্নে DA-আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব জানান, অর্থনৈতিক সঙ্কটের কারণে বকেয়া DA দেওয়া যাচ্ছে না। সঙ্কট কাটলে নিশ্চয়ই দেওয়া হবে। 


সিবিআইয়ের নজরে তাপস ঘনিষ্ঠ ইতি


নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতি সরকার। বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়কের পর এদিন ইতির বাড়িতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, তদন্তে একাধিকবার উঠে এসেছে তৃণমূল নেত্রী ইতি সরকারের নাম। সিবিআইয়ের দাবি, ইতি একাই ১৩টি সরকারি স্কুলে ইউনিফর্ম বিলির বরাত পান, একইসঙ্গে ওই স্কুলগুলিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দিতেন ইতি। তাপস সাহার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে তৃণমূল নেত্রী ইতি সরকারকে সরকারি স্কুলে কাজ পাইয়ে দেওয়া হয়েছে কি না, খতিয়ে দেখছে সিবিআই।