কলকাতা: মঙ্গলবার রাজ্যের কোথায় কী কী হল? এক নজরে দেখে নিন সেই খবর- 


রাজ্যে রবীন্দ্র স্মরণ


বাঙালির কাছে তিনি রবি ঠাকুর। তাই ক্যালেন্ডারে মঙ্গলবার হলেও, আজ রবি-বার। রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন। সকাল থেকে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান। কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায়-গানে-কবিতায় চলছে রবি-স্মরণ। আনন্দে-বেদনায়-প্রতিবাদে আজও বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। 


জোড়াসাঁকোয় অমিত শাহ


কলকাতায় অমিত শাহ। রবীন্দ্র জয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গেলেন জোড়াসাঁকোয়। ঘুরে দেখলেন ঠাকুরবাড়ি। সকাল থেকে কড়া নিরাপত্তা। ২ ঘণ্টা সাধারণের প্রবেশ নিষেধ। শাহ-সূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ঠাকুরবাড়ি। সকাল এগারোটার একটু পরে এখানে আসেন অমিত শাহ। তখন সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, নিশীথ প্রমাণিকরা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সময় এবং জন্ম তিথি জানতে চান তিনি। কিন্তু, রবীন্দ্রভারতী কর্তৃপক্ষ তা বলতে পারেনি। বিষয়টি জেনে, তা তাঁর কাছে পাঠাতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 


'২০১২-তেও বেআইনি নিয়োগ'         


শুধু ২০১৪ নয়, ২০১২-র টেটেও হয়েছে বেআইনি নিয়োগ। পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে নিয়োগের উদ্দেশ্যে প্রচুর টাকা তুলেছিল অয়ন শীল, উল্লেখ ইডি-র দেওয়া চার্জশিটে, খবর সূত্রের।              


মোকা-র ল্যান্ড ফল


রবিবার ঘূর্ণিঝড় মোকা-র ল্যান্ড ফল হতে চলেছে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। জানাল মৌসম ভবন। আবহবিদদের অনুমান, স্থলভাগে আছড়ে পড়ার আগে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর বঙ্গোপসাগরে না ঢুকলে, বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় তার প্রভাব পড়তে শুরু করেছে আন্দামান, নিকোবরে। শুরু হয়েছে তুমুল ঝড়-বৃষ্টি। ১০০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার পর্যন্ত পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে।  


চার্জশিটে শান্তনু-কুন্তল 'আঁতাঁত'


২০১৪-র টেটে নিয়োগ দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ। চার্জশিটে দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, শান্তনুর বাড়ি থেকে কলকাতা-সহ ১৭টি জেলার ৩৪৬ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা মিলেছে। এর মধ্যে বীরভূম থেকে ১৪৮, মুর্শিদাবাদ থেকে ৬৭, মালদা থেকে ২৬, কোচবিহার থেকে ১৮ এবং বর্ধমান থেকে ১৫ জন ছাড়াও বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীদের নাম রয়েছে। ইডি-র চার্জশিটে দাবি, শান্তনুর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে চাকরিপ্রার্থীদের তালিকা তৈরি করেছিলেন কুন্তল। কুন্তলের কাছ থেকে সেই তালিকা নিয়ে শান্তনুর কাছে পৌঁছে দিয়েছিলেন বীরভূমের বাসিন্দা সুখেন রানা ও মুর্শিদাবাদের বাসিন্দা সুজল আনসারি। চার্জশিটে এই ২ জনের নামও উল্লেখ করেছে ইডি।