সমীরণ পাল, তেঘরিয়া: ফের স্কুলের সামনে বোমা উদ্ধার (Bomb Recovered)। আজ সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) শাসনে তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছেই পড়েছিল ব্যাগ ভর্তি বোমা। কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় ৮টি তাজা বোমা। এভাবে স্কুলের সামনে বোমা পড়ে থাকায়, আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে শাসন থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে।
কামারহাটি (Kamarhati) থেকে টিটাগড় (Totahgarh) কাঁকিনাড়া থেকে মিনাখাঁ, শাসন...পঞ্চায়েত ভোটের আগে, উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে বোমা বারুদের আস্ফালন! কোথাও বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে শিশুর। কোথাও বোমায় জখম হয়েছে স্কুল প়ড়ুয়া। কোথাও আবার ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ!
এরইমধ্য়ে শাসনে স্কুলের সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা! মঙ্গলবার সকালে শাসনে তেঘরিয়া প্রাইমারি স্কুলের কাছেই পড়েছিল বোমা ভর্তি ব্য়াগ । কালভার্টের নীচ থেকেও উদ্ধার হয় বোমা। এভাবে স্কুলের সামনে বোমা পড়ে থাকার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ।
স্কুলের অদূরে বোমা! তুঙ্গে রাজনৈতিক তরজা গত বছরের ১৬ নভেম্বর, মিনাখাঁয় বিস্ফোরণে মৃত্য়ু হয় এক শিশুর । তার আগের মাসেই, ২৫ অক্টোবর কাঁকিনাড়াতেও বিস্ফোরণে প্রাণ হারায় এক শিশু।
৯ ডিসেম্বর, টিটাগড়েই বোমা ফেটে জখম হয় ২ স্কুল ছাত্র। এছাড়াও ২৮ ডিসেম্বর, বীরভূমের মাড়গ্রামে মারাত্মক বিস্ফোরণে মৃত্য়ু হয় এক বালকের । সারা জীবনের মতো দৃষ্টিশক্তি হারায় তার ভাই। এবার শাসনে স্কুলের সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা ।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার বোমা। নদিয়ার (Nadia) কৃষ্ণনগরের কোতোয়ালিতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ২ ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে পরিত্যক্ত জায়গা থেকে মিলেছে ৫টি কৌটো বোমা। দুটি ঘটনারই তদন্তে পুলিশ।
চাকদা ও জয়নগরের বেলেদুর্গানগরের পর এবার কৃষ্ণনগরের কোতোয়ালি (Kotowali) ও টিটাগড় (Titahgarh)। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার হল বোমা। কোতোয়ালির আনন্দবাস এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সোমবার সকালে উদ্ধার হয় ২ ব্যাগ ভর্তি তাজা বোমা।
এলাকার ৩৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে বোমা ভর্তি ব্যাগগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব ডিজপোজাল স্কোয়াড ।