ভোটপ্রচার শুরু তৃণমূলনেত্রীর:
পঞ্চায়েত ভোটের প্রায় ২ সপ্তাহ আগে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী। গতকালই কোচবিহারে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে বেলা ১২টায় তাঁর প্রথম নির্বাচনী সভা হয়। এরপর মুখ্যমন্ত্রী যাবেন জলপাইগুড়িতে। সেখানেই রাত্রিবাস। আগামীকাল মালবাজার ব্লকের ক্রান্তিতে মমতার দ্বিতীয় নির্বাচনী সভা। এরপর ফিরবেন কলকাতায়। শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহলের একাধিক জেলায় জনসভা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সাধারণত পঞ্চায়েত ভোটের প্রচারে নামেন না মুখ্যমন্ত্রী। সেদিক থেকে এবারের নির্বাচন ব্যতিক্রম।
সিপিএমের উপর হামলার অভিযোগ:
নিউ ব্যারাকপুরের সতীন সেন নগরে সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় টোটো। সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন বাম কর্মী আহত। প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। ঘটনার সূত্রপাত গতকাল সকালে। নিউ ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার লাগাচ্ছিলেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা তাঁদের ওপর চড়াও হয়। এই ঘটনায় নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে বামেরা। অভিযোগ, তার বদলা নিতেই সন্ধেয় সিপিএমের মিছিলে ফের হামলা চালানো হয়। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
আবহাওয়ার আপডেট:
আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি কলকাতার একাংশে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। এছাড়া, উত্তরপ্রদেশের ওপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাজ্যের উপকূলবর্তী অঞ্চল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতায় কয়েক পশলা বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অন্যদিকে, বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির আশঙ্কা।
পাহাড় সফরে রাজ্যপাল:
মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের দিনেই পাহাড় সফরে রাজ্যপাল। সকালে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে রওনা দেন সি ভি আনন্দ বোস। নিউ জলপাইগুড়ি থেকে যাবেন শৈলশহর দার্জিলিঙে। সেখানে রাজভবনে থাকবেন রাজ্যপাল। সূত্রের খবর, বুধবার উত্তরবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ ও কাল কোচবিহার, জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচার করবেন মুখ্যমন্ত্রী। একই সময়ে রাজ্যপালও পাহাড়ে থাকায় ভোটের বাজারে সরগরম থাকবে উত্তরবঙ্গের মাটি।
পাল্টা চাপ কমিশনকে:
এবার পাল্টা চাপ রাজ্য নির্বাচন কমিশনকে। ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় এবং কীভাবে ব্যবহার করা হবে তা জানতে চেয়ে কমিশনকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ৪৮৫ কোম্পানি অতিরিক্ত বাহিনী কবে পাওয়া যাবে, তা জানতে চেয়ে দ্বিতীয়বার চিঠি দেয় কমিশন। শুক্র থেকে রবিবার BSF-এর IG এবং CISF-এর ডেপুটি কমান্ডান্টের সঙ্গে বৈঠকে বসে কমিশন। তিনদিন বৈঠকের পরেও কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি তারা। গতকাল পর্যন্ত বাংলার জন্য মঞ্জুর করা কেন্দ্রীয় বাহিনী থেকে গেছে ভিনরাজ্যেই। গতকাল ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠি দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। তার প্রেক্ষিতেই এবার রাজ্য নির্বাচন কমিশনে পাল্টা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা